আসিফের ‘মুশকিল বেবি’ বিপাশা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। কিছুদিন আগে ‘মুশকিল বেবি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দেন তিনি। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ বিপাশা কবির। গত বৃহস্পতিবার এস এস মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পেয়েছে গানটি। ভিডিও প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। খুবই চমৎকার কাজ হয়েছে। দৃশ্যধারণ দারুণ হয়েছে! আশা করছি, দর্শকদেরও গানটি ভালো লাগবে। ‘মুশকিল বেবি’ গানের কথা লিখেছেন বিলিয়েন বিপু। সুর ও সংগীতায়োজন করেছেন অধ্যয়ন ধারা। গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গাজীপুরের একটি শুটিং হাউজে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একটি সিনেমার আইটেম গানে পারফর্মের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন বিপাশা কবির। এরপর চলচ্চিত্র সংশ্লিষ্টদের নজরে আসেন তিনি। তারপর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। ২০১৬ সালে ‘গুন্ডামী’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন বিপাশা। এরপর বাপ্পির বিপরীতে ‘বাজে ছেলে-দ্য লোফার’, সাইমন সাদিকের বিপরীতে ‘খাস জমিন’, শাহরিয়াজের বিপরীতে ‘ক্রাইম রোড’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন বিপাশা।