July 27, 2024, 10:19 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বগুড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ৪

বগুড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ৪

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১২ জন। গতকাল বুধবার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ভোর সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। বগুড়া ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র কর্মকর্তা মো. বজলুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী যাত্রীবাহী সাদ্দাম পরিবহনের বাসটি গতকাল বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মোকামতলার বিহারপুর এলাকায় পৌঁছে। এ সময় রাস্তার থাকা এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসটির চালক। এতে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই পথচারী ও বাসের দুই যাত্রীসহ তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনায় ১৩ জন আহন হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরো এক যাত্রী মারা যান। নিহত তিন যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে যে পথচারীকে বাঁচাতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে নিহত সেই পথচারীর নাম আবদুল জব্বার (৫৫)। তিনি হরিরামপুর গ্রামের বাসিন্দা।

Share Button

     এ জাতীয় আরো খবর