নতুন রূপে দর্শকের সামনে আসবো: মৌনি রায়
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
অভিনেত্রী মৌনি রায়। ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’, ‘নাগিন’ টিভি সিরিয়ালের মাধ্যমে বিশেষ খ্যাতি পান। তবে রুপালি পর্দাতেও এখন নিয়মিত হাজির হচ্ছেন। গত বছর অক্ষয় কুমারের গোল্ড সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। বহুল আলোচিত কন্নড় ভাষার কেজিএফ সিনেমার ‘গলি গলি’ গানের মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন। জন আব্রাহামের রোমিও আকবর ওয়াল্টার সিনেমায় সর্বশেষ অভিনয় করেন। মুক্তির অপেক্ষায় তার মেড ইন চায়না সিনেমাটি। এ ছাড়া রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চনের সঙ্গে ব্রহ্মাস্ত্র সিনেমায় দেখা যাবে তাকে। এক সাক্ষাৎকারে ব্রহ্মাস্ত্র সিনেমায় তার চরিত্র কেমন হবে তা নিয়ে মৌনি রায় বলেন, ‘সিনেমায় আমি রণবীর কাপুর, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনজির শত্রু। যেহেতু ভিলেন তাই তাদের প্রতি আমার কঠোরতা দেখাতে হয়েছে। এটি খুবই কঠিন ছিল কারণ ছোটবেলা থেকেই অমিতাভজিকে নায়ক হিসেবে মেনে আসছি। শুধু তার সামনে অভিনয় করেছি তা নয়, তার প্রতি আমার ক্ষোভও দেখাতে হয়েছে। এজন্য আমাকে অনেক প্রস্তুতি নিতে হয়েছে। অনেক কঠিন একটি বিষয় ছিল। এখন পর্দায় এই দৃশ্যগুলো দেখার অপেক্ষায় আছি। দর্শক আমাকে নতুন রূপে দেখবে। ব্রহ্মাস্ত্র সিনেমাটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা। চলতি বছর এটি মুক্তির কথা থাকলেও পিছিয়ে আগামি বছর করা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে করন জোহরের ধর্মা প্রোডাকশন।