January 11, 2025, 4:40 pm

সংবাদ শিরোনাম

সাঘাটায় গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

আবু তাহের :

সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল এলাকার যমুনা নদীতে আজ ২২ সেপ্টেম্বর রবিবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রামীণ ঐতিহ্যের নৌকা বাইচ প্রতিযোগিতা (৭ম বর্ষ) অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকাসহ বাইরের জেলা থেকে আসা ১২টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচ চলাকালে যমুনা নদী দু’পাড়ে হাজার হাজার ছেলে বুড়ো নারী ও শিশু উৎসাহী দর্শক প্রথম দিনের গ্রামীণ ঐতিহ্য এই নৌকা বাইচ প্রতিযোগিতা মহা আনন্দে উপভোগ করে। নৌকা বাইচ অনুষ্ঠানের উদ্বোধন করেন মাহবুবর রহমান নিটল। ২৩ সেপ্টেম্বর সোমবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।উদ্বোধনের দিনে হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নৌকা বাইচ কমিটির সার্বিক তত্ববধায়ক আব্দুল হাই মাষ্টার ও সাংবাদিক জয়নুল আবেদীন। সার্বিক ব্যবস্থাপনায় সাংবাদিক আবু তাহের, আব্দুল কদ্দুস, সামসুল হক, আসলাম মোল্লা, তরিকুল ইসলাম কাইয়ুম, সাংবাদিক জাকিরুল ইসলাম, হবিবর রহমান, আব্দুল মজিদ, ডাঃ আহম্মদ আলী, ওমর ফারুক মাষ্টার, রাজু আহম্মেদ, ওবায়দুল্লাহ, মশিউর রহমান , আব্দুল্লাহ, সাহাদুল ইসলাম, আব্দুল করিম ও আব্বাস।দ্বিতীয় দিনে হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর সভাপতিত্বে এই নৌকা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড ফজলে রাব্বী মিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সিভিল সার্জন ডাঃ আবু হানিফ।সম্মানিত অতিথি সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাঘাটা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারন সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাঘাটা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাসিরুল আলম স্বপন সাবেক সাঘাটা উপজেলা ছাত্রলীগ সভাপতি জহুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সালেক সোলার লিমিটেড এর সালেক উদ্দিন, নকশী বাংলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডাঃ শফিকুল ইসলাম সাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কামালের পাড়া চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু,, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী মন্ডল, সাবেক হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ সুগারক্রুপ এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি রতন, সাঘাটা ডিগ্রি কলেজের প্রভাষকএটিএম আসাদুল্লাহ রেজা, মাই টিভি জেলা প্রতিনিধি আফতাব হোসেন, বারোকোনা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদ হোসেন, ব্যবসায়ী মাসুদ রানা, ডিএসবি পুলিশ আব্দুর রাজ্জাক সহ অনেকে।প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে একটি গরু, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ, তৃতীয় বিজয়ীকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং অন্যান্য বিজয়ীদের হাতে সান্তনামুলক পুরুষ্কার দেয়া হবে। প্রধান অতিথি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দিবেন।স্থানীয়দের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, প্রতিবছরই একই স্থানে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার সপ্তম বর্ষ প্রতিযোগিতা চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর