লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে দুর্গম এলাকায় অবস্থিত দক্ষিণ পূর্ব চরশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অত্র এলাকার সুশিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিদ্যালয়টি। অজোপাড়া গ্রামের এই বিদ্যালয়ে শিক্ষাদান কাজে নিয়োজিত ৪ জন শিক্ষক তাদের কর্ম তৎপরতায় মুখরিত করে রেখেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের মন। প্রধান শিক্ষক জনাব রিপন চন্দ্র মজুমদার এর কর্ম তৎপরতায় বিদ্যালয়টি অত্র এলাকায় স্বনামধন্য বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করেন। অত্র বিদ্যালয়ের এসএমসি সভাপতি হাজী মোহাম্মদ নুরনবী ভূইয়া বিদ্যালয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছেন। হাজী মোহাম্মদ নুরনবী ভূইয়া বিদ্যালয়ের শিক্ষক সংকট দূর করতে নিজ অর্থায়নে গেষ্ট টিচার এর ব্যবস্থা করেন। এছাড়া অত্র বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনে হাজী মোহাম্মদ নুরনবী ভূইয়ার সহযোগিতা লক্ষণীয়। বিদ্যালয়টি স্থানীয় জনগণের সহযোগিতা ও প্রধান শিক্ষকের কর্মতৎপরতায় আকর্ষণীয় ও রঙিন ফুল হয়ে উঠবে বলে আশাবাদ এলাকাবাসীর। কিন্তু দুঃক্ষের বিষয় বিদ্যালয় এর যাতায়াত ব্যবস্থা এতটাই দুর্বল যে প্রতিদিন ২ কিলোমিটার রাস্তা পায়ে হেটে বিদ্যালয়ে উপস্থিত হতে হয়। তাছাড়া বিদ্যালয়ে নেই কোন আধুনিক শিক্ষা উপকরণ, নেই দপ্তরী কাম প্রহরী, সীমানা প্রাচীর, ওয়াশব্লক। এই অবস্থায় অজপাড়া গাঁয়ের বিদ্যালয়ে নিয়মিত শিক্ষকদের উপস্থিতির জন্য স্লিপ অনুদান থেকে বসানো হয় ডিজিটাল হাজিরা মেশিন। প্রতি কক্ষে নেই পর্যাপ্ত পরিমাণ ফ্যান এর ব্যবস্থা। বিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করতে প্রধান শিক্ষক স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আসছেন। কিন্তু তেমন কোন সুফল পাননি। পূর্ব চরশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন চন্দ্র মজুমদার বলেন অত্র বিদ্যালয়ের উন্নয়নের সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। কারন ডিজিটাল বাংলাদেশ এবং শিক্ষিত জাতি গঠনে বিদ্যালয়ের অত্যন্ত প্রয়োজন এবং প্রয়োজন বিদ্যালয়ের সবধরনের সুযোগ সুবিধা।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল