January 18, 2025, 5:34 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

সাত ধারাবাহিকে ফারজানা ছবি

সাত ধারাবাহিকে ফারজানা ছবি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী ফারজানা ছবি। ক্যারিয়ারের শুরু থেকেই বেছে বেছে কাজ করেন। তাই মানসম্মত নাটকে তার দেখা মেলে। বরাবরই তার অভিনয় প্রশংসিত হয় সর্বমহলে। বর্তমানে এই অভিনেত্রী সাতটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। এর মধ্যে আরটিভিতে ফরিদুল হাসানের পরিচালনায় ‘লাকি থার্টিন’, দীপ্ত টিভিতে কাওসার আহমেদের ‘বকুলপুর’ শ্যামল ভাদুরীর রচনা ও তুষার খান-শ্যামল ভাদুরীর যৌথ পরিচালনায় ‘স্বপ্ন দেখে মন’, এনটিভিতে শাহাদাৎ হোসেন ভুবনের ‘ঢাকা মেট্রো’ ও বৈশাখীতে ‘রসের হাঁড়ি। এ ছাড়া দুরন্ত টিভিতে ‘টিরিগিরি টিক্কা’ ও ‘মেছ তোতা গেছো ভূত’ শিরোনামের দুটি শিশুতোষ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ছবি। প্রতিটি নাটকে তিনি অভিনয় করছেন ভিন্ন চরিত্রে।  ধারাবাহিক নাটক নিয়ে তিনি ব্যস্ত থাকলেও খন্ডনাটকে খুব একটা কাজ করেন না। এ নিয়ে ছবি বলেন, ‘অভিনয়ের পাশাপাশি স্বামী-সন্তান ও পরিবারের পেছনে আমাকে সময় দিতে হয়। আমার ছোট ছোট দুটি সন্তান রয়েছে। ওদের বাসায় রেখে সপ্তাহের প্রতিদিন নাটকে সময় দেয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই বেছে বেছে কম কাজ করছি। এজন্য খন্ডনাটকে কম কাজ করা হয়। আমার ছেলে দুটো আরেকটু বড় হলে হয়তো নাটকে আরও একটু সময় দিতে পারব। হয়তো বলতে পারেন, তাহলে আপাতত অভিনয় থেকে বিরতি নিলেই তো হয়। আসলে আমি মনে করি, জীবন তো একটাই। এই এক জীবনে সবকিছু করতে হবে। তাই একটার জন্য আরেকটা ফেলে রাখা যাবে না। সবকিছু সামলিয়ে চলাই জীবনের নিয়ম। নাটকের বর্তমান অবস্থা নিয়ে নানা অভিযোগ রয়েছে। মানহীন নাটকে পেশাদার ও মানের শিল্পীরাও অভিনয় করছেন। এ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘বিষয়টা হচ্ছে ডিরেক্টরিয়াল মিডিয়া। নাটকের ভালো-মন্দের প্রায় সবটাই নির্ভর করে পরিচালকের উপর। একজন পেশাদার শিল্পীকে জীবন পরিচালনার জন্য অনেক সময় মানহীন নাটকে কাজ করতে বাধ্য হতে হয়। গুরুত্বহীন চরিত্রেও অভিনয় করতে হয়। তা না করলে তাকে বসে থাকতে হবে। অনেক ভালো ভালো শিল্পী ভালো কাজের অভাবে বসে আছেন। অনেকেই দেশের বাইরে চলে গেছেন। মার্কেটিং পলিসির কারণে ভালো অভিনয়শিল্পী ও নির্মাতারা অপব্যবহৃত হচ্ছেন। তার পরেও এখন অনেক ভালো নাটক হচ্ছে। নাটকে ভালো চর্চার বিকাশ ঘটছে। নাটকের ভালো গল্প ও ভালো বাজেটের প্রতি গুরুত্ব বাড়ানো দরকার।

Share Button

     এ জাতীয় আরো খবর