March 18, 2025, 9:59 pm

সংবাদ শিরোনাম
ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ৪ প্রতিষ্ঠানে অর্থদণ্ড শিশুর গলায় চাকু ধরে যশোরে মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যশোরে সন্তানকে জিম্মি করে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত হাসান আটক রোমন হত্যা মামলার আসামিকে ওসমানী নগর থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ স্বেচ্ছাসেবকদল নেতা রাজু’র বিরুদ্ধে পরিকল্পিত সংবাদ প্রচার, দলীয় পদ স্থগিত কাজে লাগছে না ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে জনসাধারনের ফুলবাড়ীতে দুস্থ অসহায়দের নিয়ে অব. সশস্ত্র বাহিনীর ইফতার আয়োজন জয়পুরহাট ক্ষেতলালে ওয়াকফ জমি নিয়ে ভাইকে ফাঁসাতে ‘ভাড়াটে বাদী’ দিয়ে মামলা প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

সুন্দরগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুল চিকিৎসায় কবির মিয়া (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারস্থ শান্তি নিকেতন নামে প্রাইভেট চিকিৎসালয়ে শিশু কবিরের মৃত্যু হয়। শিশু কবির উপজেলার বেলকা ইউনিয়নের বেকরীর চর গ্রামের সাজু মিয়ার পুত্র। সে পাতলা পায়খানায় আক্রান্ত হলে তার পিতা উক্ত চিকিৎসালয়ে নিয়ে যান। চিকিৎসালয়ের ডাক্তার শামছুল আলম তার শিশু কবিরের চিকিৎসা করেন। এরই এক পর্যায়ে কবিরের মৃত্যু হয়। ডাক্তার শামছুল আলম নওগার মহদেবপুর উপজেলার কালী শহর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ১১ বছর থেকে মীরগঞ্জ বাজারে এ ব্যবসা চালিয়ে আসছেন। স্থানীয়রা জানান, ইতোপূর্বেও ডাক্তার শামছুল আলমের ভুল চিকিৎসায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হলে ডাক্তার শামছুল আলম বলেন, চিকিৎসা চলাকালে শিশু কবিরের মৃত্যু হয়েছে। প্রতিটি মানুষের মৃত্যু অনিবার্য। কারো মৃত্যু থাকলে তা তো আর রোধ করতে পারবো না। অপর এক প্রশ্নের জবাবে ভুল স্বীকার করে তিনি বলেন, আমার উচিত ছিল আগেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে পাঠিয়ে দেয়া। তবে তিনি এমবিবিএস নন। তিনি দীর্ঘ ১১ বছর থেকে এখানে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করছেন। তিনি প্যারামেটিকেল (রাজশাহী) সার্টিফিকেটধারী। শিশু কবিরের পিতা সাজু মিয়া সঙ্গে কয়েক দফা কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২২ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর