February 15, 2025, 12:56 am

সংবাদ শিরোনাম
সিলেটে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেক মামলায় আসামি ৪৭৭ জন বনানী ক্লাবে অনুষ্ঠিত হলো এক ভিন্ন ধরনের আড্ডা বিশ্বজুড়ে বাঙালিয়ানা এবং বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসার জয়পুরহাট ক্ষেতলালে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে জরিমানা সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে প্রশাসনের অনুদান ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু গৌরনদীতে ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা মাদক সম্রাজ্ঞী পাপিয়ার সহযোগীর বিরুদ্ধে গাজীপুরে সংবাদ সম্মেলন জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল্লাহ সাইফ শার্শার কায়বায় প্রেমিকের প্ররোচনায় কলেজ ছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন

কলাপাড়ায় নদীতে পড়ে বার্জ শ্রমিক নিখোঁজ

আনু আনোয়ার, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বার্জ থেকে আন্দারমানিক নদীতে পড়ে সরোয়ার শেখ (৫৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। বুধবার রাতে পায়রা বন্দর সংলগ্ন নির্মানাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজে নিয়োজিত মেসার্স থ্রী লাইট নেভিগেশন বার্জের উইঞ্চের লকটি আনলক করার সময় হ্যান্ডেলের আঘাতে সে নদীতে পড়ে যায়। সহকর্মীরা ওই রাতে অনেক খোঁজাখুজির পরও তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ বার্জের শ্রমিকের সন্ধানে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে।বার্জের শ্রমিক মো.আবুল কালাম খান জানান, রাতে বার্জের হুইল ঘোরানোর সময় সে এতে আঘাত পেয়ে নদীতে পড়ে যায়। সাথে সাথে অন্য শ্রমিকরা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ¯্রােতের কারনে তাকে অন্যত্র ভাসিয়ে নিয়ে যায় বলে তারা ধারনা করছেন। নিখোঁজ শ্রমিক সরোয়ার শেখ পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার ঢেপসাবুনিয়া গ্রামের আঃ গনি শেখের ছেলে। ঘটনার সময় উপস্থিত শ্রমিক আশরাফুল জানায়, বার্জের উইঞ্চের লকটি আনলক করার সময় অসর্তকতাবশত হ্যান্ডেলটি হাত থেকে ছুটে যাওয়ায় সরোয়ার শেখের বুকে আঘাত লেগে নদীতে পড়ে যায়।উদ্ধার অভিযানে নিয়োজিত বরিশাল নদীফায়ার ষ্টেশনের লিডার মো.গিয়াস উদ্দিন জানান, তাদের ডুবুরী দল দুপুর ১ টা থেকে অন্ততঃ চার ঘন্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। নদীতে প্রচন্ডবেগে ¯্রােতের কারনে স্থির ভাবে কাজ করাও যায়নি। তবে তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, শ্রমিক নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর