March 16, 2025, 6:59 am

সংবাদ শিরোনাম
জয়পুরহাট ক্ষেতলালে ওয়াকফ জমি নিয়ে ভাইকে ফাঁসাতে ‘ভাড়াটে বাদী’ দিয়ে মামলা প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ গাইবান্ধার এলজিইডির প্রকৌশলী আটক শুক্রবারের সকালে যশোরে বাড়িতে ঢুকে ছিনতাই বাংলাদেশের নদীগুলো আজ অস্তিত্ব সংকটে – মোংলায় নদীকৃত্য দিবসে বক্তারা ঈদ বোনাস,২৫ ভাগ উৎপাদন বোনাসসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা লক্ষীটারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় নদীতে পড়ে বার্জ শ্রমিক নিখোঁজ

আনু আনোয়ার, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বার্জ থেকে আন্দারমানিক নদীতে পড়ে সরোয়ার শেখ (৫৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। বুধবার রাতে পায়রা বন্দর সংলগ্ন নির্মানাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজে নিয়োজিত মেসার্স থ্রী লাইট নেভিগেশন বার্জের উইঞ্চের লকটি আনলক করার সময় হ্যান্ডেলের আঘাতে সে নদীতে পড়ে যায়। সহকর্মীরা ওই রাতে অনেক খোঁজাখুজির পরও তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ বার্জের শ্রমিকের সন্ধানে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে।বার্জের শ্রমিক মো.আবুল কালাম খান জানান, রাতে বার্জের হুইল ঘোরানোর সময় সে এতে আঘাত পেয়ে নদীতে পড়ে যায়। সাথে সাথে অন্য শ্রমিকরা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ¯্রােতের কারনে তাকে অন্যত্র ভাসিয়ে নিয়ে যায় বলে তারা ধারনা করছেন। নিখোঁজ শ্রমিক সরোয়ার শেখ পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার ঢেপসাবুনিয়া গ্রামের আঃ গনি শেখের ছেলে। ঘটনার সময় উপস্থিত শ্রমিক আশরাফুল জানায়, বার্জের উইঞ্চের লকটি আনলক করার সময় অসর্তকতাবশত হ্যান্ডেলটি হাত থেকে ছুটে যাওয়ায় সরোয়ার শেখের বুকে আঘাত লেগে নদীতে পড়ে যায়।উদ্ধার অভিযানে নিয়োজিত বরিশাল নদীফায়ার ষ্টেশনের লিডার মো.গিয়াস উদ্দিন জানান, তাদের ডুবুরী দল দুপুর ১ টা থেকে অন্ততঃ চার ঘন্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। নদীতে প্রচন্ডবেগে ¯্রােতের কারনে স্থির ভাবে কাজ করাও যায়নি। তবে তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, শ্রমিক নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর