July 27, 2024, 10:20 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বোয়ালমারীতে ডাকাত সর্দার রিপন কাজীর গলা কাটা লাশ উদ্ধার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

কুখ্যাত ডাকাত সর্দার রিপন কাজীর (৪০) গলা কাটা লাশ উদ্ধার করেছে ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ। বৃহস্পতিবার (১২.০৯.১৯) সকাল ৮টায় থানা পুলিশ সহ¯্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. চুন্নু বিশ্বাসের ফোন পেয়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা-সড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের লায়েক মিয়ার মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করে। সে উপজেলার শেখর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ছিরু কাজীর ছেলে। থানা সুত্রে জানা যায়, রিপন কাজী অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতিসহ ১৪টি মামলার আসামি ছিল। পুলিশ ও এলাকাবাসীর ধারনা মাদক অথবা ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে রিপন কাজী খুন হতে পারে। গত ৫ সেপ্টেম্বর কলিমাঝি ও বাগডাঙ্গা গ্রামে দুটি ডাকাতির ঘটনায় আটক রমজান ডাকাত আদালতে রিপন কাজীসহ ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারউক্তি দেয়।বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মাদকের আধিপত্য বা ডাকাত দলের অভ্যন্তরীন কোন্দলে তাকে হত্যা করা হতে পারে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রিপন কাজী পরিবার দুপুর পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর