July 27, 2024, 9:27 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বগুড়া সিএনজি মালিক সমিতির কমিটি বিলুপ্ত করুন, নইলে মালিকেরা আপনাদেরকে টেনে হেচরে চেয়ার থেকে বিদায় করবে -রেজাউল করিম রিয়াদ

আকাশ বগুড়াঃ

গত বুধবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে সিএনজি মালিকদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিচক বন্দের সিএনজি মালিক মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া দত্তবাড়ী সিএনজি মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ। তিনি বলেন, দত্তবাড়ী সিএনজি, বেবী ট্যাক্সি মালিক সমিতির অবৈধ কমিটি দ্রুত বিলুপ্ত না করলে মালিকেরা অবৈধ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃ বৃন্দদেরকে চেয়ার থেকে টেনে হেচরে নামাবে, সেদিন আর বেশী দুরে নয়। মালিকদেকে অবৈধ ভাবে পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই। অবৈধ ভাবে সিএনজি আটকিয়ে, চিঠি দিয়ে আর যদি হয়রানী করা হয়, তাহলে সেই চিঠির মালা তৈরি করে অপমানিত করে মালিকেরা তাদেরকে ঝেটিয়ে বিদায় করবে। তিনি আরও বলেন, যাদের কোন সিএনজি নেই তারা কি করে মালিক হয়। ৮ বছরে নির্বাচন না দিয়ে তারা অবৈধ ভাবে মালিকের ঘাম ঝড়ানো কোটি কোটি টাকা করেছে মালিকের তার হিসাব নিয়েই ছাড়বে, পালানোর সুযেগ তারা পাবে না। তাই সময় থাকতেই অবৈধ কমিটি বিলুপ্ত করুন, নইলে পরবর্তীতে যা ঘটবে তার দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে। তিনি দত্তবাড়ী সিএনজি মালিক সমিতির অবৈধ কমিটির অপসারণ দাবী করে আরও বলেন, নির্বাচন ছাড়া অবৈধ বে- আইনি গঠনতন্ত্র পরিপন্থিভাবে অবৈধ কমিটির অবৈধ সভাপতি একরামুল করিম মিঠু মালিকদের ভর্তি সাধারণ সম্পাদকের যুক্ত স্বাক্ষর ছাড়া একক স্বাক্ষরে এবং মালিকদের থেকে জোর করে অতিরিক্ত টাকা আদায় করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। সাধারণ মালিকদের প্রশ্নের জবাব দিন, অবৈধ কমিটির অবৈধ চিঠি চালাচালি করে কোন লাভ হবে না। সাধারণ মালিকেরা আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করে ছাড়বে, সেদিন আর বেশি দুরে নয়। পালানোর পথ পাবেননা। সময় থাকতেই অবৈধ কমিটি ভেঙ্গে দিয়ে দ্রুত নির্বাচন দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন কিচক বন্দর সিএনজি মালিক আব্দুল বাছেদ, হোলাম রব্বানী, আব্দুর রাজ্জাক, মোমিদুল, ইসমাইল, আবুল কালাম আজাদ, আব্দুল করিম, সোহেল, সহিদুল, দত্তবাড়ী মালিক সমিতির সদস্য ও সাব্বির আহম্মেদ দোয়েল, জহুরুল ইসলাম, রনি মিয়া, আঃ রাজ্জাক, উজ্জল হোসেন, রিপন সরদার, মোঃ আলী সিদ্দিক, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/১২ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর