May 1, 2025, 5:34 am

সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ রংপুরে অনুসন্ধানী সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি মহাসড়কে গরুবাহী ট্রাক নিরাপদ যাতায়াতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত যশোরে ডাক্তার পরিচয়ে বিয়ের প্রলোভনে ইঞ্জিনিয়ারকে ধর্ষণ মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় ৫ডাকাতসহ গ্রেফতার-৭: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ এর উদ্যোগে ১৩৯ তম পহেলা মে দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যশোরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মৌলভীবাজারে কুশিয়ারা নদী ভাঙ্গনের ১৫টি ঘর বিলীন:

বাবা- মা ও বয়স্কদের সন্মান করতে হবে-সদর উপজেলা চেয়ারম্যান সফিক

আকাশ বগুড়াঃ

সোমবার বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া জনতা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।জনতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ,শিক্ষক/কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দুর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের ও অত্র কলেজের সভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। তিনি বলেন, বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন যুগান্তকারী উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে শিক্ষার মান উন্নত হয়েছে। তাই সকল ছাত্রছাত্রীদের উচিৎ ভালভাবে লেখাপড়া করা, লেখাপড়ার পাশাপাশি নিজেদের নৈতিক চরিত্র গঠন করে ভাল মানুষ হিসাবে গড়ে উঠতে হবে। ভাল মানুষ হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করতে হবে এবং বাবা- মা ও বয়স্কদের সন্মান করতে হবে এবং তাদের আদেশ নিষেধ মেনে চলতে হবে।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ টুটুল, লুৎফর বারী মিন্টু, সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল জলিল, ইউপি সদস্য মিজানুর রহমান, আবু কালাম আজাদ সহ অত্র কলেজের শিক্ষক ও অতিথিবৃন্দ। নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক শাহনাজ পারভীন, রফিকুল ইসলাম, অধ্যাপক রুহুল আমিন ও তোফাজ্জল হোসেন।১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কর্মকর্তা কর্মচারীবৃন্দও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীনের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের ২য় পর্বে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা।

প্রাইভেট ডিটেকটিভ/০৯ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর