January 11, 2025, 6:00 pm

সংবাদ শিরোনাম

সুন্দরগঞ্জে শেখ মুজিবুর রহমান-শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরগঞ্জে আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজ মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী এ সময় ছিলেন- উপজেলা আওয়ামীলীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, সহকারী কমিশনার ভূমি রাসেল মিয়া, জাতীয় পার্টির সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক- আব্দুল মান্নান মন্ডল, যুবলীগের সাধারণ সম্পাদক-রেজাউল আলম রেজা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

সুন্দরগঞ্জে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর: মারপিট
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ফতে খাঁ গ্রামের একটি অসহায় পরিবারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঐ পরিবারের নারীসহ ৩জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানা যায়, শনিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে উক্ত গ্রামের মৃত আকালু শেখের পুত্র ফুল মিয়ার পরিবারে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ফুল মিয়া (৪০) তার স্ত্রী, ছোট ভাই মতিন মিয়ার স্ত্রী মুক্তা বেগম (৩০) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের মধ্যে ভাসুর ও বোয়াসীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি দেখা দেয়ায় কর্তব্যরত চিকিৎসকগণ মুক্তা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে ফুল মিয়া জানান, গত বুধবার গভীর রাতে একটি চুরি ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নিবেন।বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম জানান, অন্য একটি ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আহতদের খোঁজ-খবর রেখেছি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/০৯ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর