কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গত ৮ সেপ্টেম্ভর রোজ রবিবার থেকে ৫ নং
বাদাঘাট ইউনিয়ন পরিষদের আয়োজনে বাদাঘাট ইউনিয়ন পরিষদ গোল্ড ফুটবল
র্টুনামেন্ট-২০১৯ ইং এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ
সভাপতি ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ জালাল উদ্দিন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার সীমান্ত
সংলগ্ন এল.পি .এস মাঠে জেলার ১০ টি টিমের অংশগ্রহনে মাস ব্যাপী উদ্ভোধন
করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বাদাঘাট ইউনিয়ন
পরিষদের চেয়ার¤্যান চেয়ারম্যান আফতাব উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ গোল্ডফুটবল র্টুনামেন্টের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, লাউড়েরগড় আর্দশ উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসর
প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার উসমান গনি প্রমুখ। উদ্ভোধনী খেলায় অংশ গ্রহন
করেন লাউড়েরগড় একাদশ বনাম কড়ইগড়া একাদশ। লাউড়েরগড় একাদশ কড়ইগড়া একাদশকে ৪-১ গোলে পরাজীত করে বিজয়ী হয়।
প্রাইভেট ডিটেকটিভ/০৯ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল