January 11, 2025, 6:01 pm

সংবাদ শিরোনাম

তাহিরপুরে শুরু হচ্ছে মাসব্যাপী জাকির হোসেন ভূইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা বাদাঘাটে (২
সেপ্টেম্বর ) সোমবার থেকে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হতে যাচ্ছে সাবেক ফুটবল প্লেয়ার মরহুম  জাকির হোসেন ভূইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। জাকির ফাউন্ডেশনের আয়োজনে ২ সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৪টা থেকে  জেলার ৩২ টি টিমের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট চলবে মাসব্যাপী ধরে।
ঐতিহ্যবাহী বাদাঘাট হাই স্কুল খেলার মাঠে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে আয়োজক টিম জাকির ফাউন্ডেশন স্মৃতি ক্লাব বনাম রাজাই যুব সংঘ। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, এছাড়াও উপস্থিত থাকবেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বাদাঘাট(উঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমূখ।উল্লেখ্য, জাকির হোসেন ভূইয়া তাহিরপুর উপজেলায় একজন কৃতি ফুটবলার হিসেবে সমধিক পরিচিত ছিল। বাদাঘাট আদর্শবাদী যুব সংঘের সাবেক এই ক্রীড়া সম্পাদকের স্মৃতির স্মরণে ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন জাকির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শ্রী গণেশ তালুকদার।
প্রাইভেট ডিটেকটিভ/০১ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর