January 18, 2025, 7:47 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

অবশেষে সেন্সরে যাচ্ছে ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’

অবশেষে সেন্সরে যাচ্ছে ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

মনোয়ার হোসেন ডিপজল ও নায়িকা মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘সৌভাগ্য’ সেন্সরে যাচ্ছে । ছবিটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা এফ আই মানিক। এরইমধ্যে ছবির ডাবিং শেষ হয়েছে। আগামি মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। ২০১০ সালে শুরু হয়ে ২০১২ সালে শুটিং শেষ হয়েছিল এই ছবির। দীর্ঘ সাত বছর পর ছবির কাজ শেষ হয়েছে। চলতি বছর ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ডিপজল। ডিপজল বলেন, ‘আমরা ঈদের আগেই ছবির সব কাজ শেষ করেছি। এরইমধ্যে ছবির এডিটিংয়ের সব কাজও শেষ হয়েছে। আগামি মাসে ছবিটি আমরা সেন্সর বোর্ডে জমা দেব। চলতি বছরে ছবিটি মুক্তি দিতে চাই। ডিপজল আরো বলেন, ‘আসলে ছবির গল্পটা অনেক সুন্দর। তা ছাড়া এফ আই মানিক বাংলাদেশের গুণী নির্মাতা। তিনি বহু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। এই ছবিটিও দর্শক পছন্দ করবেন বলে আশা করি। সবাই আমার কাছে সব সময় গল্পনির্ভর ভালো চলচ্চিত্র পেয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো সুন্দর সুন্দর ছবি উপহার দিতে পারি। মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত ‘সৌভাগ্য’ ছবিতে ডিপজল-মৌসুমী ছাড়া আরো অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডিজে সোহেল প্রমুখ। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘টাকার পাহাড়’ ছবিতে নায়ক হিসেবে চলচ্চিত্র শুরু করেন ডিপজল। শুরুটা নায়ক হিসেবে হলেও কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ ছবির মাধ্যমে খল অভিনেতা হিসেবে পর্দায় আসেন ডিপজল। খল অভিনেতা হিসেবেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। কিছুটা বিরতির পর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে আবারও তিনি সফলতা পান। অভিনয়ের পাশাপাশি এখন চলচ্চিত্রও প্রযোজনা করছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর