July 27, 2024, 10:34 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

জামালপুরে দুর্ণীতি বিরোধী শপথ ও কার্টুন প্রদর্শনী অনুষ্ঠিত

শামীম আলম জামালপুর থেকে ঃ

জামালপুরে দুর্ণীতি বিরোধী শপথ ও কার্টুন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার

সকালে শহরের ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সচেতন

নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপাসেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এই দুর্ণীতি বিরোধী শপথ ও কার্টুন প্রদর্শনীর আয়োজন করে। সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলীর সভাপতিত্বে সনাক সদস্য অজয় কুমার পাল, বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, টিআইবি’র এরিয়া ম্যানেজার আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এতে বক্তারা বলেন শিক্ষার্থীদের মাঝে দুর্ণীতি বিরোধী চেতনা তৈরির উদ্দ্যেশ্যেই এই কর্মসূচির আয়োজন। এসময় সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলী শিক্ষার্থীদের দুর্ণীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। পরে দুর্ণীতি বিরোধী কার্টুন প্রদর্শনীতে শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহন করে। কর্মসূচিতে সনাক, স্বজন, ইয়েস গ্রুপের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহন করেন।

জামালপুরে যুবকের লাশ উদ্ধার

শামীম আলম , জামালপুর থেকে ঃ জামালপুরে রুবেল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের ফিসারি মোড় এলাকায় তার নিজ ঘর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেমুজ্জামান জানান, গত রাত বারোটায় রুবেল তার নিজ ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে মা ফুলমতি তার ছেলেকে ডাকতে গেলে ঘরের ধর্ণার সাথে ওড়না দিয়ে গলায় ফাস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করেছে। যুবকের ঘরের দরজা খোলা অবস্থায় ছিল এবং প্রাথমিক ভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ছেলেটি পড়ালেখা বা কোন পেশার সাথে যুক্ত ছিল না। সে ফিসারি মোড় এলাকার মৃত ঠান্ডু মিয়ার ছেলে।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর