জ্ঞানীগঞ্জের মেয়ে শশী
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
জ্ঞানীগঞ্জের চঞ্চলা মেয়ে দর্শকপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। সারাক্ষণ ছক আঁকেন বড় ভাইয়ের কাছ থেকে কিভাবে টাকা-পয়সা নেবেন। তার যন্ত্রণায় বড় ভাই বেহাল। এমন চঞ্চল প্রকৃতির মেয়ের চরিত্রে শশীকে দেখা যাবে ‘জ্ঞানীগঞ্জের প-িতেরা’ শীর্ষক একটি ধারাবাহিকে। এটিতে তার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন আ খ ম হাসান। এ ছাড়া আরো দেখা যাবে নীলয়, মীর সাব্বির ও শ্যামল মাওলাকে।
মাসুম রেজার রচনায় এটি পরিচালনা করছেন শাহিন সরকার। এটিতে শশীর চরিত্রের নাম সুমনা বলে জানান তিনি। শশী বলেন, গল্পে আমার চরিত্রের নাম সুমনা। কিন্তু পরিবারের সবাই আমাকে সুমা বলে ডাকেন। আমি সাধারণত শান্ত-গম্ভীর চরিত্রে অভিনয় করি। কিন্তু এখানে আমাকে চঞ্চল প্রকৃতির দেখা যাবে। চরিত্রটি অনেক মজার। আজ তিন দিন এই ধারাবাহিকের প্রথম লটের শুটিং করছি। ধারাবাহিকটি অনেক মজার হবে আশা করছি। নির্মাতা জানান, জ্ঞানীগঞ্জের সবাই নিজকে প-িত ভাবেন। কিন্তু আসলে তারা কাজের কোনো প-িত না। নিজকে নিয়ে নিয়ে সব সময় ব্যস্ত থাকেন। এমন অকাজের প-িতদের নিয়ে আমার এই ধারাবাহিকের গল্প। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন। তারা নিজকে প-িত ভাবতে পছন্দ করেন। কাজের ক্ষেত্রে সমাধানের চেয়ে তারা বেশি ঝামেলা সৃষ্টি করে। নতুন বছরে আশা করছি দর্শকদের জন্য উপভোগ্য হবে।