June 13, 2025, 10:50 pm

সংবাদ শিরোনাম
ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১ ঈদুল আযহার সরকারি ছুটির মাঝেও মাদারীপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চালু আছে জরুরি প্রসব সেবা কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভ্যানচালকের ঘর পুড়ে ছাই–সর্বস্বান্ত পরিবার ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা

বড়দিন উপলক্ষে ববির পার্টি সং

বড়দিন উপলক্ষে ববির পার্টি সং

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

হলিউডের ছবি মানেই বছরজুড়ে বড় পর্দায় থাকে স্পাইডারম্যান, সুপারম্যান, আয়রনম্যান কিংবা ডেডপুলের রাজত্ব। তেমনি বাংলাদেশে আসছে সুপার ওম্যানখ্যাত ছবি ‘বিজলি’। আর এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। এবার এ ছবির একটি গান প্রকাশ পাবে আগামীকাল। গানের শিরোনাম ‘পার্টি পার্টি পার্টি’। খবরটি মানবজমিনকে নিশ্চিত করেছেন ছবির পরিচালক ইফতেখার চৌধুরী।

তিনি  মানবজমিনকে বলেন, সামনে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। আর এমন উৎসবকে কেন্দ্র করে চারদিকে নানা ধরনের পার্টি সং শোনা যাবে। এমনই একটি পার্টি সং রয়েছে ‘বিজলি’ ছবিতে। গানটির শিরোনাম ‘পার্টি পার্টি পার্টি’। আর কলকাতার আকাশের কম্পোজিশনে করা গানটি গেয়েছেন আকাশ ও নন্দিনী। আগামীকাল ‘বিজলি’ ছবির প্রথম এই গানটি দর্শক দেখতে পাবেন জাজের ইউটিউব চ্যানেলে। আশা করি, গানটি দর্শক পছন্দ করবেন। ববি বলেন, এ ছবিতে অভিনয়ের পাশাপাশি আমি প্রযোজনাও করেছি। এ ছবির পার্টি সংটা অনেক সুন্দর। আশা করি, বেশ বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে করা গানগুলোর দৃশ্যায়ন ও ছবিটি দর্শকরা পছন্দ করবেন। ববস্টার ফিল্মসের প্রযোজনায় ছবির পরিবেশনায় থাকছে জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডের মনোরম লোকেশনে ছবিটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। থাকছে বেশকিছু ভিএফএক্সের কাজ। ববি বর্তমানে রাশেদ রাহা পরিচালিত ছবি ‘নোলক’-এর কাজে ভারতের রামুজি ফিল্ম সিটিতে রয়েছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। ববির ‘বিজলী’ ছবিটির মহরত হয় গত বছরের ২৩শে এপ্রিল। ববির বিপরীতে ছবিতে অভিনয় করছেন ভারতের মডেল-অভিনেতা রণবীর। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান, ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, দিলারা জামান, শিমুল খান ও শিশুশিল্পী আরবাব সানজারা। সঙ্গে আছেন কলকাতার অভিনেত্রী শতাব্দী রায়। কয়েক মাস আগে ছবির নামে একটি ভিডিও গেমও প্রকাশ হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর