June 13, 2025, 10:07 pm

সংবাদ শিরোনাম
ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১ ঈদুল আযহার সরকারি ছুটির মাঝেও মাদারীপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চালু আছে জরুরি প্রসব সেবা কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভ্যানচালকের ঘর পুড়ে ছাই–সর্বস্বান্ত পরিবার ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা

চমক নিয়ে নতুন বছরে তাহসান

চমক নিয়ে নতুন বছরে তাহসান

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলতি বছর একক অ্যালবামসহ বেশ কিছু নতুন গান প্রকাশ হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের। আর একক অ্যালবামের টানা ব্যস্ততার কারণে মধ্যে কয়েকমাস অভিনয় থেকেও দূরে ছিলেন তিনি। বছরের প্রথম ভাগে তাহসানকে বেশ কিছু নাটকে অভিনয় করতে দেখা যায়, যেগুলো দর্শকপ্রিয়তাও পেয়েছে বেশ। কিন্তু এরপর আর নতুন নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করেননি তিনি। ব্যস্ত থেকেছেন নিজের একক অ্যালবাম ‘অভিমান আমার’ নিয়ে। সিডি চয়েস থেকে প্রকাশিত এ অ্যালবামের গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তাও পায়।

এদিকে কদিন আগেই তাহসানের ‘কেউ না জানুক’ শীর্ষক গানটি এক কোটির মাইলফলক স্পর্শ করেছে ইউটিউবে। এটিই তাহসানের প্রথম গান যেটি এক কোটিরও বেশি শ্রোতা-দর্শক উপভোগ করেছেন। গানটির সুর ও সংগীতায়োজন করেন ইমরান। এদিকে এ গানের সফলতার পর একাধিক গান নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এ জনপ্রিয় সংগীত তারকা। আর সে কারণে নাটকে কাজ কম করছেন। নতুন বছরের শুরুতে বেশ কিছু চমক নিয়ে নিজের ভক্তদের সামনে হাজির হবেন তিনি। এ লক্ষ্যে প্রতিদিনই নিজের স্টুডিওতে নতুন সব ট্র্যাকের কাজ করছেন তাহসান। এরইমধ্যে তৈরি করেছেন কয়েকটি গান। এ বিষয়ে তাহসান বলেন, আসলে গত বছরটা গানেই বেশি দিয়েছি। আমি নিজেকে প্রথম একজন সংগীতশিল্পী মনে করি তারপর অভিনেতা। তাই গানটাই আমার কাছে বেশি গুরুত্ব পায়। সেদিক থেকে চলতি বছরটা বেশ ভালো কেটেছে। আমার গানগুলো শ্রোতারা গ্রহণ করেছে। এটা আমার জন্য বড় ব্যাপার। আর তাদের জন্যই বেশ কয়েকটি নতুন ট্র্যাক তৈরি করছি। নতুন বছরের শুরুতেই সেগুলো প্রকাশ শুরু হবে। আমার বিশ্বাস এ গানগুলোও ভালো লাগবে শ্রোতাদের। গানের বাইরে সামনে নতুন নাটকে পাওয়া যাবে কিনা জানতে চাইলে তাহসান বলেন, ভালোবাসা দিবসের বেশ কিছু নাটকের প্রস্তাব রয়েছে। সেগুলোর স্ক্রিপ্ট পড়ছি। যদি মনে হয় করার মতো অবশ্যই করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর