May 1, 2025, 4:49 am

সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ রংপুরে অনুসন্ধানী সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি মহাসড়কে গরুবাহী ট্রাক নিরাপদ যাতায়াতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত যশোরে ডাক্তার পরিচয়ে বিয়ের প্রলোভনে ইঞ্জিনিয়ারকে ধর্ষণ মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় ৫ডাকাতসহ গ্রেফতার-৭: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ এর উদ্যোগে ১৩৯ তম পহেলা মে দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যশোরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মৌলভীবাজারে কুশিয়ারা নদী ভাঙ্গনের ১৫টি ঘর বিলীন:

‘মেড ইন বাংলাদেশ’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার টরেন্টোতে

‘মেড ইন বাংলাদেশ’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার টরেন্টোতে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর একটি টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কানাডার টরেন্টোতে আয়োজনের ৪৪তম আসর শুরু হতে যাচ্ছে ৫ সেপ্টেম্বর। এই আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বাংলাদেশের ছবি ‘মেড ইন বাংলাদেশ’র। ছবির পরিচালক রুবাইয়াত হোসেন। এর আগে তার নির্মিত ‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’- ছবি দুটিও প্রদর্শিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আসরের ‘কনটেম্পোরারি ওয়ার্ল্ড সিনেমা’ বিভাগে দেখানো হবে ‘মেড ইন বাংলাদেশ’।সিনেমার অনুদান এসেছে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। ছবিটির অর্থায়নে আরও রয়েছে বাংলাদেশ, ডেনমার্ক (ডেনিস ফিল্ম ইন্সটিটিউট) ও পর্তুগাল। নরওয়ের সরফন্ড ও ইউরোপের ইউরিমেস থেকে ফান্ড পেয়েছে ছবিটি। দেশের খনা টকিজও আছে প্রযোজনায়। ছবিটির চিত্রনাট্য পেয়েছে ফ্রান্সের আরতে অ্যাওয়ার্ড।

রুবাইয়াত জানান, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সে এই প্রজেক্ট নিয়ে কথা শুরু হয়। তিন বছরে বিভিন্ন কাজ শেষ করে ছবিটি এখন প্রিমিয়ারের জন্য প্রস্তুত। ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি হিসেবে আছে ফ্রান্সের পিরামিড ফিল্মস। ‘মেইড ইন বাংলাদেশ’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, দীপান্বিতা মার্টিন, মায়া, নভেরা, পারভীন পারু। আরও রয়েছেন মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় নাম লিখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক ও নাট্যকর্মী সামিনা লুৎফা। এ ছাড়া অতিথি চরিত্রে অভিনয় করেছেন দেশের মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

Share Button

     এ জাতীয় আরো খবর