July 27, 2024, 9:32 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বোয়ালমারীতে জাতীয় শোক দিবস পালিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস সারা দেশের ন্যায় ১৫.০৮.১৯ বৃহস্পতিবার  ফরিদপুরের বোয়ালমারীতেও পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে সকাল নয়টায় বোয়ালমারী অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। পরে অডিটরিয়ামে সহকারি কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বোয়ালমারী উপজেলা কার্যালয়ে মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করে। এছাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মলয় কুমার বোস এর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যন সৈয়দ রাসেল রেজা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, বোয়ালমারী প্রেসক্লাব সভাপতি কাজী হাসান ফিরোজ, সাধারণ সম্পাদক কামরুল সিকদার, যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, সাবেক ভিপি শফিকুল আলম পলাশ, সাবেক জিএস রাহাদুল আকতার তপন, যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয় ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। শিশু ও শিক্ষার্থীদের মাঝে দিবসটির তাৎপর্য ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন আয়োজন করে চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর প্রদত্ত বিভিন্ন ভাষনের উপর বক্তৃতা প্রতিযোগিতা।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর