জৈন্তাপুর উপজেলার সর্ব বৃহত পশুর হাট দরবস্ত বাজারে আজ শুক্রবার সহ ঈদ রাত

পর্যন্ত পশু কেনা বেচাঁ হরদম চলবে।আজ শুক্রবার দেশী ও বিদেশী গরু তুলনা মুলক কম দাম হওয়ায় ক্রেতাদের উপচে পড়া ভিড় জমে দরবস্ত বাজারে।সিলেট শহর সহ বিভিন্ন উপজেলার গরু কিনতে আগ্রহীরা এসেছে এই বাজারে গরু কিনতে।সিলেট শহর হতে আসা ক্রেতা মুশারফ মিয়া জানান আমি একটি ষাড় কিনেছি ৬২ হাজার দিয়ে।অন্য বাজারে এই ষাড় কিনতে ২০ হাজর বেশী লাগতো। তাই তিনি অনেক খুশি।বটেশ্বর হতে আসা রশিদ সরকার জানান তিনি একটি ষাড় কিনেছে ৮০ হাজার দিয়ে।তিনি জানান সিলেট শহরের এই বাজারে পশুর দাম অনেক কম।বাজার ইজারাদার বশির উদ্দীন জানান আজ শুক্রবার সারা রাত সহ ঈদের আগ পর্যন্ত পশুর হাট চলবে।