-
- সারাদেশে
- সিলেটের মহাজনপট্টিতে অগ্নিকান্ড
- আপডেট সময় August, 8, 2019, 3:44 pm
- 168 বার পড়া হয়েছে
আব্দুস সামাদ আজাদ,সিলেট প্রতিনিধিঃ
সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় একটি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গোডাউন থেকে সৃষ্ট আগুন পাশের কলোনীতে লেগে কলোনীর ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।গতকাল বুধবার দুপুর ২টার দিকে মহাজনপট্টি কুশিয়ারা রেস্ট হাউজের পেছনে দুদু মিয়ার কলোনীতে একটি ক্রোকারিজের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এখনো তারা সেখানে কাজ করছেন।ফায়ার সার্ভিস সদস্যরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। বাকিটা তদন্ত করে বোঝা যাবে। এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর