April 27, 2025, 7:44 pm

সংবাদ শিরোনাম
ভারতে কারাভোগের শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ৭ বাংলাদেশি যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা

মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি আছাদুজ্জামানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি আছাদুজ্জামানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আজ সোমবার, ২৫ ডিসেম্বর মাগুরা-২ আসন থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য, সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সাবেক সচিব, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৪তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও অংগসংগঠন সকালে মাগুরা পৌর কবরস্থানে মরহুমের কবর জেয়ারত শেষে শোক র‌্যালী বের হবে। র‌্যালী শেষে সকাল ১০ টায় শহরের নোমানী ময়দানে আছাদুজ্জামানের জীবনী সম্পর্কে স্বরন সভা, দোয়া মাহফিলের আয়োজন করেছে। স্মরণ সভায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি এবং চীফ হুুইফ এ এস এম ফিরোজ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু জানিয়েছেন।

মরহুম আছাদুজ্জামান ১৯৩৫ সালের ১১ই নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অষ্টম শ্রেণীর ছাত্র অবস্থায় ৫২ ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৫৪ সালে ছাত্রজীবনে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র  গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন। ১৯৬৫ সালে তিনি মাগুরা মহাকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পূর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এম.পিএ নির্বাচিত হন। ১৯৭২এ তিনি গণ পরিষদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুন পার্লামেন্টিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৭৯, ১৯৮৬ ও ১৯৯১ সালে  তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর বর্ষিয়ান এই রাজনীতি বিদদের মৃত্যু হয়।

প্রসঙ্গ, আছাদুজ্জামানের মেয়ে কামরুল লায়লা জলি মাগুরা-যশোর সংরক্ষিত মহিলা আসনের বর্তমান এমপি ও  ছেলে এড: সাইফুজ্জামান শিখর বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারি একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর