March 21, 2025, 9:22 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

যশোরের চৌগাছায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিল্লাল হুসাইন,যশোর জেলা ব্যুরো প্রধানঃ
গত শনিবার সকালে যশোরের চৌগাছায় অজ্ঞাত এক যুবকের (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চৌগাছা পুলিশ।উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের হিজলী বিজিবি ক্যাম্পের পাশ থেকে কবরস্থানের একটি কড়ই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে এলাকাবাসীর ধারণা অন্য কোথাও হত্যা করে রাতের আধারে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।গ্রামের নারী ইউপি সদস্য সফুরা বেগম জানান, তিনি সকালে হাটতে বেরিয়েছিলেন। এসময় মোবাইল ফোনে সংবাদ পান মাঠের গওহর আলীর পারিবারিক কবরস্থানের কড়ইগাছে একজনের লাশ ঝুলছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে থানা পুলিশকে বিষয়টি জানান।তিনি আরো জানান, ঘটনাস্থলের পাশেই একটি স্যালোমেশিন চালানোর জন্য পাশের গদাধরপুর গ্রামের নুর ইসলাম ওরফে নুনু নামের একব্যক্তি ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে গ্রাসবাসীকে জানান। পরে অন্যরা এসে ঝুলন্ত লাশটি দেখেও চিনতে পারেননি।সকাল আটটার সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যের সমতল ভূমির চেয়ে কিছুটা উঁচু কবরস্থানের বাশঝাড়ের পাশের একটি কড়ই গাছের সাথে পাকানো পাটের ছুটায় (কাঁচা পাটের আশ) লাশটি ঝুলছে। লাশের পা দুটি নিচের আগাছার মধ্যে মাটিতে লেগে আছে। যেন কোন মানুষের মুর্তি দাঁড় করিয়ে রাখা হয়েছে। একটি ধূসর গেঞ্জি উল্টা করে গায়ে দেয়া এবং একটি লালচে রংয়ের ট্রউজার পরা। টাউজারটিতে কিছুটা কাদা লেগে আছে। লাশের থেকে প্রায় ৫০/৬০ মিটার দুরের একটি পাটক্ষেতের পাশে দুটি ছেড়া প্লাস্টিকের জুতা পড়ে আছে। স্থানীয়রা মনে করছেন জুতা দুটি ওই মৃত ব্যক্তির।পরে সকাল সাড়ে আটটায় চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে সুরাহতল করে। তখন লাশের শরীরের অন্য কোথাও কোন দাগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন লাশটি উদ্ধারে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তা এসআই নজরুল ইসলাম।চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর