July 27, 2024, 9:52 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বরিশালে পুলিশের গণসচেতনতা সপ্তাহ ২০১৯ পালিত

আবুল বাশার,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় পুলিশের গনসচেতনতা সপ্তাহ -২০১৯ পালিত হয়েছে।গত ৩০ জুলাই  মঙ্গলবার সকাল ১০ টা থেকে লিফলেট বিতারন এবং আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।সভাটি বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মনিরুজ জামান এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃমোকতার হোসেন এছাড়া আর উপস্থিতি  ছিলেন স্হানীয় ইউ-পি সদস্যা  জশিম উদ্দিন জনাব মোখলেসুর রহমান বক্তব্য  রাখেন  মোসতাফিজুর রহমান (বাদশা),লায়লা বেগম প্রমূখ প্রধান অতিথি তার বক্তব্যের প্রথমি বলেন,মাদক একটি বড় ধরনের ব্যাধি যেটি একটি পরিবারকে ধ্বংশ করে দেয়।মাদকের সাথে যারা জরিত আছে  পুলিশের কাছে  অবগতি করার আহ্বান যানান উপস্থিত  সকলের কাছে ,। মাদক পারা মহল্লায় থাকতে দেয়া হবে না বলে ঘোষনা করেন।এ পর্যন্ত  মাননীয় প্রধান মন্ত্রীর উদ্বেগে আমাদের কার্যক্রম এর মাধ্যমে ৭০-৮০% মাদক নির্মল করতে সক্ষম হয়েছি। শুধু মাদক না,বাল্য বিবাহ,ইপটিজিং এ জাতীয় সমস্যা সমাজে এখনো থেকে থাকলে প্রশাসনের  কাছে জানাতে আহ্বান  করেন তিনি। তিনি আরো বলেন,আপনাদের যে কোন হয়রানী মূলক সমস্যা আমাদের কাছে যানাবেন  আমরা তার সুষ্ঠ ব্যবস্হা  নিব।ইদানিং যে গুজবের কথা আমরা শুনি এটি সম্পন্ন  মিথ্যা।গুজবে কান না দিবার আহ্বান  জানান।আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য বলেন,কোথায় কাউকে সন্দেহ জনক বলে মনে হয় সাথে সাথে পুলিশকে জানানোর অনুরোধ জানান।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর