April 27, 2025, 7:47 pm

সংবাদ শিরোনাম
ভারতে কারাভোগের শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ৭ বাংলাদেশি যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা

জেরুজালেম নিয়ে ট্রাম্পের ঘোষণায় মালয়েশিয়া তার সর্বশক্তি প্রয়োগে প্রস্তুত : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জেরুজালেম নিয়ে ট্রাম্পের ঘোষণায় মালয়েশিয়া তার সর্বশক্তি প্রয়োগে প্রস্তুত : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে অনুষ্ঠিত এ বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদসহ অন্তত ১০ হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে নাজিব রাজাক বলেন, জেরুজালেম নিয়ে ট্রাম্পের ওই ঘোষণার বিরুদ্ধে মালয়েশিয়া তার সর্বশক্তি প্রয়োগে প্রস্তুত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, জেরুজালেম মুসলমানদের পবিত্র স্থান। এটি রক্ষার লড়াইয়ে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। তারা হয়তো পরাশক্তি হতে পারে। কিন্তু মালয়েশিয়া তার পরোয়া করে না। আমাদেরও মর্যাদা রয়েছে। তাদের কাছে আমরা ঋণ চাই না। বরং বহু বিষয়ে উল্টো তারা আমাদের সহায়তা চায়। বিমান ও অন্যান্য সামগ্রী কেনার ব্যাপারে তারা আমাদের সাহায্য করতে আগ্রহ দেখায়। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদে গত শুক্রবার জুমার নামাজের পর এক বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। স্বাধীন ও স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছি। বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেমের আরবি নাম) আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চাই।’ নাজিব রাজাক বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরকালে ট্রাম্প আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। কিন্তু তা ইসলামের পবিত্রতা রক্ষার মূলনীতি থেকে আমাদের টলাতে পারবে না। কোনও অবস্থাতেই ইসলামের পবিত্রতা বিসর্জন দেওয়া হবে না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জেরুজালেম একদিন ফিলিস্তিনিদের হবে, মুসলমানদের হবে। এর জন্য আমরা সম্ভব সবকিছুই করবো। তিনি বলেন, আমরা একটি সঙ্কুচিত ফিলিস্তিন চাই না। একটি সার্বভৌম ও মর্যাদাপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চাই। মালয়েশিয়ার ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল কোয়ালিশন আয়োজিত এ বিক্ষোভে দেশটির বিরোধী দল মালয়েশিয়ান ইসলামিক পার্টির (পিএএস) নেতারাও অংশ নেন। সূত্র: দ্য স্টার।

Share Button

     এ জাতীয় আরো খবর