-
- সারাদেশে
- ওসমানীনগরে ময়লার স্তুপ পরিস্কার করলেন ইউএনওসহ জনপ্রতিনিধিরা
- আপডেট সময় July, 28, 2019, 10:31 am
- 183 বার পড়া হয়েছে
রিপন মিয়া,মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ

ওসমানীনগরে মহাসড়কের দু’পাশে জমে থাকা ময়লার স্তুপ পরিস্কার করলেন ইউএনও, শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা। শনিবার সকালে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালী সহযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে জমে থাকা ময়লার স্তুপ ও জমে থাকা পঁচা-দুর্গন্ধযুক্ত পানি পরিস্কারে সরাসরি অংশ নেন উপজেলা উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তী, গোয়ালাবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এমন কাজ সাধারণ জনগণের মধ্যে আলোচনার জন্ম দেয়। পরিচ্ছন্নতা কাজে ব্যবসায়ীসহ গ্রাম পুলিশ ও বাজার পরিচ্ছন্নকর্মীরা অংশ নেয়। এসময় জীবানু নাশক পাউডার ও মশক নিধন ওষুধ ছিটানো হয়।এসময় উপস্থিত ছিলেন বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এমজি রাসুল খালেক, গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ, শিক্ষক মোঃ আনোয়ার হোসেন আনা প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর