March 21, 2025, 6:22 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

ব্যক্তিত্বের প্রকাশ পায় খরচের ধাত থেকে

ব্যক্তিত্বের প্রকাশ পায় খরচের ধাত থেকে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

চরিত্রের অনেক কিছুই প্রকাশ পেতে পারে টাকা খরচের অভ্যাস থেকে।

‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’য়ের গবেষকরা ২ হাজার অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করে এই মতামত দিয়েছেন।

বেশিরভাগ মানুষ নিজের পছন্দ অনুযায়ী খরচ করেন। আর সেটা দেখে বোঝা যেতে পারে কে বস্তুবাদী আর কে সংযমী।

এই গবেষণার সহকারী জোই গ্ল্যাডস্টোন দাবি করেন যে, “প্রথমবারের আমাদের নীরিক্ষা থেকে প্রতীয়মান হয়েছে খরচের ধরণ থেকে মানুষের চরিত্র সম্পর্কে আন্দাজ করা সম্ভব হতে পারে।”

সাইকোলজিকাল সায়েন্স জার্নালে প্রকাশিত হওয়া এই গবেষণার জন্য অংশগ্রহণকারীদের ডেবিট, ক্রেডিট কার্ডস এবং অনলাইনে অর্থ আদান প্রদানের তথ্য যাচাই বাছাই করা হয় এই গবেষণার জন্য।

পাশাপাশি তাদের চরিত্র বোঝার জন্য বস্তুবাদ, আত্মনিয়ন্ত্রণ, অভিজ্ঞতার আলোকে নিজেকে মেলে ধরা, বিবেকবুদ্ধি, অপচয়- ইত্যাদি বিষয়ে প্রশ্নের মাধ্যমে জরিপ করা হয়।

পাশাপাশি চারিত্রিক বিশ্লেষণের জন্য গবেষকরা ‘মেশিন লার্নিং’ পদ্ধতি অবলম্বন করেন। যেখানে দেখা গেছে আন্দাজ করা তথ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের দেওয়া তথ্যর প্রায় অনেকখানি মিল রয়েছে।

এসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পান, যারা নানান অভিজ্ঞতার স্বাদ নিতে চায় তারা বিমান বা ভ্রমণে খরচ করেন বেশি। যারা প্রাণবন্ত তারা পানীয় ও খাবারে খরচ করেন বেশি। যারা বেশি সহমত প্রকাশ করতে পছন্দ করেন তারা দান করেন বেশি। যারা বিবেকবান তারা সঞ্চয় করেন বেশি এবং যারা বস্তুবাদী তারা অলঙ্কার কেনেন বেশি দান করেন কম।

গবেষকরা আরও দেখতে পান, যারা আত্মনিয়ন্ত্রণ করতে পারেন বেশি তারা ব্যাংক চার্জ দেয় কম এবং যাদের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করে তারা বন্ধকী ঋণ কম পরিশোধ করেন।

গবেষকরা জানান, এসব তথ্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং অনলাইন ব্যবসায়ীরা প্রচারণার কাজ চালাতে পারেন।

Share Button

     এ জাতীয় আরো খবর