-
- সারাদেশে
- তাহিরপুর সীমান্তে আপরাধ ও মাদক পাচার রোধকল্পে বিজিবির মতবিনিময় সভা
- আপডেট সময় July, 26, 2019, 3:00 am
- 200 বার পড়া হয়েছে
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আপরাধ ও মাদক পাচার রোধকল্পে বিজিবির মতবিনিময় অনুষ্ঠিত হয়।গত২৫ জুলাই বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ – ২৮ বর্ড়াগার্ড় ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক বিএ-৪৩৬২ লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম এর নেতৃত্বে উপজেলার শ্রীপুর(উঃ) ইউনিয়নের চারাগাঁও সীমাান্ত ফাড়িতে এক মতবিনিময় সভায় অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ,মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধ, ভারতীয় সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সিআরপিসি এর ১৪৪ ধারা জারী, সীমান্তে ১৫০ গজের মধ্যে কয়লা/পাথর/বালু উত্তোলন না করার বিষয়ে সীমান্তের স্থানীয় জনসাধারনকে দিক নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে বন্যা দূর্গত এলাকাবাসীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সভায় স্থানীয় জন প্রতি নিধি, স্কুল/কলেজের শিক্ষক, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের উপস্থিতি ছিল।সভায় এলাকার স্থানীয় জনগণ অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম এর নির্দেশনার সাথে একমত পোষণ করে এবং এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও উপস্থিত ব্যক্তিবর্গ বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর