October 8, 2024, 4:19 am

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

প্রেক্ষাগৃহে ‘ইনোসেন্ট লাভ’

প্রেক্ষাগৃহে ‘ইনোসেন্ট লাভ’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দেশের ৬০টি প্রেক্ষাগৃহে চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি মুক্তি পেয়েছে আজ। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জেফ। এটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। ছবিটি নিয়ে বেশ আশাবাদী পরীমনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিতে ‘পরী’ নামেই দেখা যাবে আমাকে। এক কথায় বলতে গেলে ‘পরী’ নামের ভার্সিটিপড়ুয়া এক তরুণীর চরিত্রে অভিনয় করেছি।

এ ছবিটি আমার ক্যারিয়ারের প্রথমদিকের ছবি। রোমান্টিক গল্পের একটি কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক। আর ছবিতে আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। পরিচালক অপূর্ব রানা বলেন, সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি তৈরি করেছি। জেফ-পরী দু’জনেই খুব ভালো অভিনয় করেছেন। গানগুলো খুব ভালো ভাবে চিত্রায়ণ করার চেষ্টা করেছি। আশা করছি, সবমিলে ছবিটি দর্শকদের ভালো লাগবে। রাঙ্গামাটি ও কক্সবাজারে এ ছবির দৃশ্যধারণের পাশাপাশি গানেরও চিত্রায়ণ করা হয়েছে। ছবিতে মোট পাঁচটি গান রয়েছে। জাহিন চলচ্চিত্রের ব্যানারে অভিনয়ের পাশাপাশি এ ছবিটি প্রযোজনা করেছেন রমিজ উদ্দিন। তিনি বলেন, ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। দেশের ৬০টি বেশ ভালো মানের প্রেক্ষাগৃহে এ ছবিটি মুক্তি পাবে। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, কাবিলা, চিকন আলী, হাবিব খান, আমির সিরাজী প্রমুখ। গত ১৬ই আগস্ট বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘ইনোসেন্ট লাভ’। উল্লেখ্য, পরীমনি অভিনীত ‘অন্তর জ¦ালা’ নামের ছবিটি গত সপ্তাহে মুক্তি পায়। মালেক আফসারী পরিচালিত এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান।

Share Button

     এ জাতীয় আরো খবর