October 10, 2024, 10:24 pm

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

সংসদে গান্ধীদের মিছিল

সংসদে গান্ধীদের মিছিল

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

গোয়া এবং কর্ণাটকে কংগ্রেসের বিপুল সংখ্যক নির্বাচিত আইনপ্রণেতা দল ছেড়ে ক্ষমতাসীন বিজেপিতে যোগ দেয়ায় সংসদ প্রাঙ্গণে মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী। তাদের অভিযোগ, বিজেপি তাদের দলীয় সংসদ সদস্যদের ফুঁসলিয়ে নিজেদের দলে নিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে গোয়ায় কংগ্রেসের অধিকাংশ আইনপ্রণেতা দল থেকে ইস্তফা দিয়ে ক্ষমতাসীন বিজেপি রাজ্য সরকারের সঙ্গে যোগ দিয়েছে। কর্ণাটকে কংগ্রেস ক্ষমতাসীন হলেও সেখানেও একই অবস্থা। এর ফলে কর্ণাটকে ক্ষমতা হারানোর দ্বারপ্রান্তে চলে গেছে কংগ্রেসকে, যা আজ পর্যন্ত কখনো দেখতে হয়নি ঐতিহাসিক দলটিকে। দল ছাড়লেও সংসদের পদ ছাড়তে হবে না; এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন কংগ্রেস আইনপ্রণেতারা। এনডিটিভি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাহুল ও সোনিয়ার নেতৃত্বে কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যদের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। তাদের অনেকের হাতে ‘গণতন্ত্র বাঁচাও’ জাতীয় বক্তব্য লেখা প্ল্যাকার্ড। কংগ্রেস নেতা গৌরব গোগোই বলেন ‘দেশের উন্নয়ন বা অন্য গুরুত্বপূর্ণ ইস্যুর দিকে মনোযোগ দেয়ার বদলে বিজেপি বিভিন্ন রাজ্যে জনগণের নির্বাচিত সরকারের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে এবং গণতন্ত্র নষ্ট করার পায়তারা করছে।’ এর আগে গত মাসে তেলেঙ্গানাতেও একই ধরনের বিপত্তিতে পড়েছিল কংগ্রেস। সেখানে দলের ১৮ সাংসদের ১২ জনই দল ছেড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দলে যোগ দিয়েছিলেন। কর্ণাটকে কংগ্রেস-জনতা দল জোট সরকার একসঙ্গে ১৮ জনের পদত্যাগের ঘটনায় ব্যাপক জটিলতায় রয়েছে। স্পিকার অবশ্য এদের অনেকের পদত্যাগপত্রই ‘অবৈধ’ হিসেবে বাতিল করে দিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তে ইস্তফাগুলো গৃহিত হলে কংগ্রেস-জেডিএস সরকারের কাছ থেকে সংখ্যাগরিষ্ঠতা চলে যাবে বিজেপির কাছে। ফলে রাজ্যের ক্ষমতাও চলে যাবে তাদের হাতেই।

Share Button

     এ জাতীয় আরো খবর