October 10, 2024, 10:33 pm

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

ইরানে বিপ্লবী রক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত

ইরানে বিপ্লবী রক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পশ্চিমাঞ্চলীয় একটি শহরে অভিজাত বিপ্লবী রক্ষী বাহিনীর তিন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দেশটির পিরানশহরে এ ঘটনা ঘটেছে বলে আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে বিপ্লবী রক্ষী বাহিনী বলেছে, “পিরানশহরের প্রবেশ মুখে সন্ত্রাসীরা তাদের বহনকারী গাড়িতে গুলিবর্ষণ করলে তিন রক্ষী নিহত হয়।”

বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

ওই এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে ইরানি কুর্দি বিদ্রোহী বাহিনীগুলোর প্রায়ই সংঘাত হয়ে থাকে বলে জানিয়েছে রয়টার্স। ওই বিদ্রোহীরা প্রতিবেশী ইরাকে ঘাঁটি গেড়ে সীমান্ত পার হয়ে প্রায়ই ইরানি নিরাপত্তা বাহিনীগুলোর ওপর হামলা চালায়।

এদের মধ্যে তেহরান-বিরোধী বামপন্থি কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ফ্রি লাইফ অব কুর্দিস্তানের (পিজেএকে) সঙ্গে তুরস্কের কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে-র সম্পর্ক আছে বলে অভিযোগ ইরানের।

Share Button

     এ জাতীয় আরো খবর