October 10, 2024, 10:28 pm

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

তীব্র বৃষ্টিতে ডুবে গেছে ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউজেও পানি

তীব্র বৃষ্টিতে ডুবে গেছে ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউজেও পানি

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে গত সোমবার থেকে টানা তীব্র ঝড়বৃষ্টিতে হওয়া আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ডুবে গেছে ওয়াশিংটন ডিসি। অবস্থা এতটাই গুরুতর যে, মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজেও ঢুকে পড়েছে পানি! হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ের কাছে ভূগর্ভস্থ প্রেস ওয়ার্কস্পেসে বৃষ্টির পানি ঢুকে একেবারে যাচ্ছেতাই অবস্থা। গত সোমবার হোয়াইট হাউজে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তরল শোষণের বিশেষ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে জলাবদ্ধ কক্ষগুলো থেকে পানি সরানোর চেষ্টা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের সামনের রাস্তায়ও হাঁটু পানি। ওয়াশিংটন ডিসির অনেকগুলো রাস্তাই পানিতে ডুবে গেছে। এমন ভয়াবহ বন্যার সাথে খুব বেশি পরিচিত নয় ওয়াশিংটন। হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ায় আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের রাজধানী। ক্যানালের পাশের রাস্তায় পানি ওঠায় বহু গাড়ি আটকা পড়েছে। বন্যার পানি বেড়ে যাওয়ায় ওয়াশিংটন ডিসির মেট্রো এলাকায় জরুরি অবস্থা জারি করেছে মার্কিন আবহাওয়া অফিস। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পর্যন্ত ন্যাশনাল আর্কাইভ ভবন বন্ধ রাখার ঘোষণাও দেয়া হয়েছে। ভার্জিনিয়া, আর্লিংটন, ওয়াশিংটনসহ আরো বেশ কয়েকটি জায়গায় বন্যার পানিতে বাসিন্দারা আটকা পড়েছেন। রাস্তাঘাট, রেললাইন পানিতে ডুবে গেছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে অনেকে। সাবওয়ের শিডিউল বিপর্যয় না হলেও আর্লিংটনের ভার্জিনিয়া স্কয়ার মেট্রো স্টেশনের ছাদ থেকে বন্যার পানি পড়ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর