October 11, 2024, 12:27 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য হলেন ২৫ গরু ব্যবসায়ী

‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য হলেন ২৫ গরু ব্যবসায়ী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে গরু পরিবহনের অভিযোগে ২৫ ব্যক্তিকে রশিতে বেঁধে জোর করে ‘গো মাতা কি জয়’ বলানো হয়েছে। ওই ২৫ ব্যক্তিকে রাস্তায় সারিবদ্ধভাবে কান ধরে উঠবস করিয়ে প্রায় দুই কিলোমিটার পথ হাটানো হয়েছে। গত রোববার মধ্যপ্রদেশের খান্দাওয়া জেলায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এ খবর জানিয়েছে। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় বেশ কয়েকজনকে হাঁটু মুড়ে বসে আছে। অনেকেই তখন মোবাইল দিয়ে ভিডিও করছিল। এ সময় তাদের গো মাতা কি জয় বলতে বাধ্য করা হয়। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জেলা সদর দফতর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালওয়াস এলাকার সানওয়ালিখেদা গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামটির শতাধিক বাসিন্দা ওই ২৫ জনকে গরু পরিবহনের অভিযোগে বেঁধে রাখে এবং পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ সুপার শিব দয়াল সিং বলেন, অনুমতি ছাড়া গরু পরিবহনের জন্য আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। গ্রামবাসীর বিরুদ্ধেও গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। পুলিশ পরিদর্শক হরিশংকর রাওয়াত বলেন, গ্রামবাসীরা ওই ব্যক্তিদের গরু পরিবহনের কারণে আমাদের কাছে নিয়ে আসে। এই কাজে ব্যবহৃত ২১টি ট্রাক আমরা আটক করেছি। গরুগুলোকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তারা হারদা জেলা থেকে মহারাষ্ট্রে গরু নিয়ে যাচ্ছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর