October 11, 2024, 12:27 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৮০ জন নিহতের আশঙ্কা

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৮০ জন নিহতের আশঙ্কা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া উপকূলে লিবিয়া থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইউরোপ যাওয়ার পথে একটি নৌকা ডুবে গেছে। এতে ৮০ জনের বেশি আফ্রিকার অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট গত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে বলে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি খবরে বলা হয়। জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ৮০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিউনিসিয়ার জেলেরা চারজনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। প্রসঙ্গত, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীরা প্রধান পথ হিসেবে লিবিয়াকেই ব্যবহার করে। বিবিসি’র একটি প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়ার বিভিন্ন বন্দিশিবিরে রয়েছে। গত বুরধবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাইরে একটি অভিবাসী বন্দী শিবিরে বিমান হামলায় অন্তত ৫৩ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হন। এর আগে গত মে মাসে লিবিয়া থেকে ইউরোপগামী একটি নৌকা ডুবে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর