June 17, 2025, 10:58 am

সংবাদ শিরোনাম
২০ লাখ টাকা যৌতুকের জন্য লন্ডনী স্ত্রীকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে চ্যাকা” ২ আসামীকে সেনাবাহিনী ধরলেও,ছেড়ে দিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জে এখনও প্রকাশ্যে ঘুরছে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকের মৃত্যু জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু মাদারীপুরে নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে বাসস্ট্যান্ডে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিনাঞ্চলের ২১ জেলা মানুষ বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

আপসহীন অপূর্ব

আপসহীন অপূর্ব

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দর্শকপ্রিয় অভিনেতা অপূর্ব। বরাবরই এই অভিনেতাকে বিভিন্ন ব্যতিক্রমী চরিত্রে দেখা যায়। তারই ধারাবাহিকতায় এবারো তিনি ভিন্ন স্বাদের একটি গল্পের নাটকে অভিনয় করলেন। গল্পটির নাম ‘তেল’। ঈশ্বরদী বাইপাস শীর্ষক একটি গল্পের বইয়ে এটি লিখেছেন মাহতাব হোসেন। সেই গল্পের অবলম্বনে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ অপূর্বকে নিয়ে নির্মাণ করেছেন ‘লোকটি সৎ ছিল’ শীর্ষক একটি নাটক।

এই নাটকে তিনি অভিনয় করেছেন আসিফ চরিত্রে। গল্পে দেখা যাবে, সততার বিষয়ে আসিফ কোথাও আপোশ করতে চান না। অতিরিক্ত সৎ হলে সংসারে যেমন নেমে আসে দীনতা, তেমনি পরিবার-স্বজনের নিকট হতে হয় চক্ষুশূল। অন্যদিকে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করা স্ত্রী মেরিনাও অভাবের তাড়নায় একটা সময় সরল আসিফের ওপর বিরক্ত হয়ে ওঠেন। তিনি স্বামীকে বোঝানোর চেষ্টা করেন কৌঁসুলি হওয়ার।

ওপরে ওঠার রাস্তা মসৃণ করার। কিন্তু আসিফ কি তার নৈতিকতাকে বিসর্জন দিয়ে দেবে? নাটকের ভেতরেও রয়েছে নাটকীয়তা। রয়েছে প্রশ্নের ওপর প্রশ্ন। নাটকে আরো অভিনয় করেছেন ইফফাত তৃষা, সিয়াম নাসির, প্রণীল, শোয়েব মুনির, রিকি খান প্রমুখ। নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকের গল্পটি একজন সৎ মানুষের।

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন তারা সব সময় সৎ থাকার চেষ্টা করেন। কিন্তু প্রতিনিয়ত তাদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সৎ থাকতে হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর