October 11, 2024, 2:23 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

পাকিস্তান সফরে যাবেন উইলিয়াম-কেট

পাকিস্তান সফরে যাবেন উইলিয়াম-কেট

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

শরতে পাকিস্তান সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন। ১৩ বছর পর ব্রিটিশ রাজপরিবারের কেউ পাকিস্তান সফরে যাচ্ছেন।বিবিসি জানায়, কেনসিংটন প্যালেস থেকে এক বিবৃতিতে তাদের সফরের ঘোষণা দেওয়া হয়েছে।বলা হয়েছে, সফরের বিষয়ে বিস্তারিত তথ্য ‘যথা সময়ে’ জানিয়ে দেওয়া হবে।সর্বশেষ ২০০৬ সালে প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস তার স্ত্রী ক্যামিলাকে নিয়ে পাকিস্তান সফর করেছিলেন।প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা তার জীবদ্দশায় দাতব্য কাজের জন্য কয়েক বার পাকিস্তান গিয়েছিলেন।মৃত্যুর আগে সর্বশেষ ১৯৯৭ সালে ডায়ানা পাকিস্তান যান। ওই সফরে ইসলামাবাদে পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি পাকিস্তান ও ভারতকে নিজেদের মতভেদ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়ে রানি এলিজাবেথর বিরাগভাজন হয়েছিলেন।রানি এলিজাবেথ নিজেও ১৯৬১ এবং ১৯৯৭ সালে পাকিস্তান সফর করেন।

কেনসিংটন প্যালেস থেকে আবারও ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাকিস্তান সফরের ঘোষণায়কে স্বাগত জানান লন্ডনে পাকিস্তানের হাই কমিশনার মোহাম্মদ নাফিস জাকারিয়া।তিনি বলেন, “পাকিস্তানের জনগণ এখনো আনন্দের সঙ্গে এবং আন্তরিকভাবে ১৯৬১ ও ১৯৯৭ সালে রানি এলিজাবেথের পাকিস্তান সফরের কথা স্মরণ করে।“যুক্তরাজ্য পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ককে কতটা গুরুত্ব দেয় আসন্ন সফর তার প্রমাণ।”

Share Button

     এ জাতীয় আরো খবর