October 11, 2024, 4:38 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

স্বামী-সন্তানের কফিনের জন্য সেই নারীর অপেক্ষা

স্বামী-সন্তানের কফিনের জন্য সেই নারীর অপেক্ষা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

নদীর স্রোতে ভেসে যাওয়া স্বামী অস্কার মার্টিনেজ (২৫) ও দুই বছর বয়সী মেয়ে অ্যাঞ্জি ভ্যালেরিয়ার কফিনের জন্য অপেক্ষায় রয়েছেন এল সালভেদরের সেই নিঃসহায় নারী। মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে রিও গ্রান্দ্রে নদীর স্রোতে ভেসে যাওয়া ভ্যালেরিয়াকে ডাকা হচ্ছে ‘আমেরিকান আয়লান’। চোখের সামনে তার মৃত্যু দেখার পর নিজ দেশে ফিরে গেছেন তানিয়া ভেনেসা অ্যাভালোস (২৩)। গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়েছে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ। গত সোমবার এল সালভেদরের এক অভিবাসী ও তার মেয়ের জলে ভেসে আসা নিথর মরদেহের ছবি ভাবিয়ে তোলে সবাইকে। সবার চোখের সামনে যেন ভেসে ওঠে সিরীয় শিশু আয়লান কুর্দির নিথর দেহ। বাবা-মেয়ের ছবিটি অভিহিত হয় ‘আমেরিকান আইলান’ হিসেবে। রিও গ্রান্দ্রে নদীতে বাবা-মেয়ে ভেসে যাওয়ার সময় স্রোত এড়িয়ে যেতে সক্ষম হয়েছিলেন মা তানিয়া ভেনেসা অ্যাভালোস। স্বামী আর মেয়েকে সমাহিত করতে এল সালভেদরে ফিরে গেছেন তিনি। সে দেশের সরকার জানিয়েছে, মেক্সিকো থেকে স্থলপথে প্রত্যর্পিত হওয়ার পর রবিবার নাগাদ দেশে পৌঁছাবে বাবা-মেয়ের কফিন। এল সালভেদরে পৌঁছে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে অস্বীকৃতি জানান তানিয়া অ্যাভালোস। ওই সময়ে তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী মাউরিসিও ক্যাবরেরা। তিনি কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রের পথে বিপজ্জনকভাবে পাড়ি না দিতে দেশবাসীকে আহ্বান জানান। এল সালভেদরবাসীর উদ্দেশে তিনি বলেন, নিজের আর সন্তানের জীবন বিপন্ন করে তুলবেন না। পাচারকারী মানুষদের ওপর ভরসা করবেন না, যারা নিজের স্বার্থসিদ্ধির চেষ্টা করে আর নিজেদের করা প্রতিশ্রুতি পালনে প্রায়ই ব্যর্থ হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর