October 11, 2024, 4:35 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

প্রতিরক্ষায় পাকিস্তানের বাজেট ১ লাখ ১৫ হাজার কোটি রুপির

প্রতিরক্ষায় পাকিস্তানের বাজেট ১ লাখ ১৫ হাজার কোটি রুপির

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

আগামী ২০১৯-২০ অর্থবছরে প্রতিরক্ষাখাতে ১ লাখ ১৫ হাজার কোটি রুপি বরাদ্দ করেছে পাকিস্তান সরকার।

বৃহস্পতিবার (২৭ জুন) দেশটির সংসদে সর্বসম্মতিক্রমে এ বাজেট অনুমোদিত হয়। এটি প্রতিরক্ষাখাতে বিশ্বের শীর্ষ বাজেটগুলোর একটি।

গত ১১ জুন সংসদে রাজস্ব মন্ত্রী হাম্মাদ আজহার বাজেট উত্থাপনকালে জানান, গত বছরের মতোই বরাদ্দ রাখা হয়েছে প্রতিরক্ষাখাতে।

যদিও বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে প্রাথমিক বরাদ্দ ছিল ১ লাখ ১০ হাজার কোটি রুপি। সংশোধিত বাজেটে এই অঙ্ক দাঁড়ায় ১ লাখ ১৩ হাজার ৭০০ কোটি রুপি।

সে হিসাবে বিদায়ী বাজেটের চেয়ে নতুন বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেখা যাচ্ছে ৪ দশমিক ৫ শতাংশ বেশি।

গত এপ্রিলে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে জানানো হয়, পরমাণু শক্তিধর পাকিস্তানের প্রতিরক্ষাখাতে গত বছরের ব্যয় বিশ্বে ২০তম ছিল।

পাকিস্তানের অবকাঠামোসহ বিভিন্নখাত পিছিয়ে থাকলেও দেশটি বরাবরই প্রতিরক্ষাখাতে অবিশ্বাস্য বরাদ্দ রেখে আসছে। এই বাজেট অনেক গবেষণা সংস্থার কাছে অপ্রয়োজনীয়ও মনে হয়েছে।

ইমরান খান প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বিশেষ আর্থিক প্যাকেজ (বেলআউট প্যাকেজ) গ্রহণের চুক্তি করেন। তার সরকারের বাজেটে সমৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণের ওপর জোর দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর