January 15, 2025, 10:49 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বর্তমান ইসি সরকারের তাঁবেদার ও কোমরভাঙা: ফখরুল

বর্তমান ইসি সরকারের তাঁবেদার ও কোমরভাঙা: ফখরুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) সরকারের তাঁবেদার ও কোমরভাঙা কমিশন বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কমিশন পরিবর্তন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন তিনি। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে জামিন ও রায় দিচ্ছে। এই নির্দেশনা আসছে আইন মন্ত্রণালয় থেকে। সেই নির্দেশনায় খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে। তিনি আরও বলেন, বন্দুক, পিস্তল ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি আবারও ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। নেতাকর্মীদের হতাশার বেড়াজাল থেকে বেড়িয়ে আসার উৎসাহ দিয়ে তিনি আবৃত্তি করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, ‘তবু বিহঙ্গ, উড়ে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ কোরো না পাখা।’ উপজেলা বিএনপির সভাপতি মো. রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের অহ্বায়ক মাহবুবুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ। তৃণমূলে দল সুসংগঠিত করতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পাঁচটি উপজেলায় কর্মীসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার থেকে শুরু হওয়া এই সাংগঠনিক সফর শেষ হলো গতকাল বুধবার।

Share Button

     এ জাতীয় আরো খবর