এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায়ের ৭৫তম মহাপ্রয়াণ দিবসে বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদ-এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ রোববার সকালে বিজ্ঞানীর পাইকগাছার রাড়ুলীস্থ বসত বাড়ীর সামনে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাহিত্য পরিষদের সভাপতি রনজিত কুমার মন্ডল, সহ-সভাপতি সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক কুমারেশ দেবনাথ, যুগ্ম সম্পাদক প্রবীর কুমার দাশ, আশীষ কুমার দত্ত, অর্থ সম্পাদক দিপংকর কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পঞ্চানন চক্রবর্তী, দপ্তর সম্পাদক মনিশংকর হরি, শেখ আলিম উদ্দীন, পরিমল দাশ ও শেখ আসাদুল্লাহ মিঠু।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল