প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্পর্ক সুদৃঢ় হবে: ঢাবি উপাচার্য
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, তরুণ প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এর মাধ্যমে দেশের তরুণরা শ্রীলঙ্কার শিক্ষা, সংস্কৃতিসহ নানা বিষয়ে জানার সুযোগ লাভ করবে। গতকাল শনিবার শ্রীলঙ্কা ইয়ুথ কাউন্সিলের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাবি উপাচার্যর সাথে তার কার্যালয়ে দেখা করলে এলে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন হোপ-৮৭ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রেজাউল করিম বাবু, স্টেপআপ ফাউন্ডেশন বাংলাদেশ’র লাইফ স্কিল ট্রেইনার অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজার জান্নাতুন নাঈম ঈশিতা, স্টেপআপ ফাউন্ডেশন বাংলাদেশ’র ইয়ুথ অ্যাম্বাসেডর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন, শ্রীলঙ্কা ইয়ুথ কাউন্সিলের সহকারী পরিচালক এস ডব্লিউ উইমালাসেনা প্রমুখ। শ্রীলঙ্কা ইয়ুথ কাউন্সিলের ১৫ সদস্যের দলটি গত ৫ ডিসেম্বর বাংলাদেশে এসেছে। আগামি ১২ ডিসেম্বর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। পরবর্তীতে আগামি ১৪ ডিসেম্বর ঢাবির দুই শিক্ষার্থীসহ বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল শ্রীলঙ্কা ইয়ুথ কাউন্সিলের আমন্ত্রণে দেশটিতে যাবেন।