January 10, 2025, 1:39 pm

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর

সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নিল শ্রীলঙ্কা

সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নিল শ্রীলঙ্কা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর জারিকৃত নিষেধাজ্ঞা ‘অবিলম্বে’ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে লঙ্কান সরকার জনগণকে দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যম ব্যবহরের আহŸান জানিয়েছে। গত রোববার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাওহিদ জামাত বা এনটিজে নামে পরিচিত শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা জাহরান হাশিম মোহাম্মদকে হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করছে সে দেশের সরকার। আইএস-এর পক্ষ থেকেও দাবি করা হয়েছে, বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে হাশিমের পরিকল্পনা মাফিক ওই হামলা হয়েছে। শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীর দাবি, নতুন করে সেখানে আবারও হামলার পরিকল্পনা করা হয়েছে। হামলার পর সেদিনই কারফিউ জারি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয় সরকার। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা পাঠানোর অ্যাপস দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, ভুল তথ্য ও গুজব ছড়ানো না যায় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানায়, ওই নিষেধাজ্ঞায় ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভাইবার বন্ধ হয়েছিলো। গতকাল মঙ্গলবার তা খুলে দেওয়ার পর সরকার জনগণের প্রতি তা দায়িত্বশীলভাবে ব্যবহারের আহŸান জানায়। তবে শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গতবছরই ফেসবুকে মুসলিম-বিদ্বেষী প্রতিক্রিয়ায় ছড়িয়ে পড়ায় কিছুদিনের জন্য তা বন্ধ করে দিয়েছিরো সরকার। এবারের নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত হলে তা কতটুকু কার্যকরী হয়েছে তার স্পষ্ট নয়। ইস্টার সানডেতে হামলার পর মুসলিমরা বিদ্বেষের শিকার হয়েছেন বলেও খবর এসেছে। সামাজিক যোগাযোগ বন্ধ থাকলেও ভিন্ন উপায়ে তা ব্যবহার করেছেন অনেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর