June 17, 2025, 11:02 am

সংবাদ শিরোনাম
২০ লাখ টাকা যৌতুকের জন্য লন্ডনী স্ত্রীকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে চ্যাকা” ২ আসামীকে সেনাবাহিনী ধরলেও,ছেড়ে দিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জে এখনও প্রকাশ্যে ঘুরছে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকের মৃত্যু জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু মাদারীপুরে নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে বাসস্ট্যান্ডে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিনাঞ্চলের ২১ জেলা মানুষ বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

নিরাপত্তা বাড়ানো হচ্ছে এফডিসিতে

নিরাপত্তা বাড়ানো হচ্ছে এফডিসিতে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সামনে বিএফডিসিতে সহকারী পরিচালক সমিতি ‘সিডাব’-এর নির্বাচন। তাই নির্বাচনকে ঘিরে বহিরাগতরা আসা-যাওয়া করছে ব্যাপকভাবে। এ ছাড়া অন্য নানা কারণেও বহিরাগতদের আনাগোনা বেড়েই চলেছে এখানে।

এসব কারণে বাড়ানো হচ্ছে বিএফডিসির নিরাপত্তা। এই প্রতিষ্ঠানের প্রশাসনিক ও অর্থ বিভাগের পরিচালক লক্ষ্মণ চন্দ্র দেবনাথ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের পরিদর্শক দল গঠন করা হয়েছে।

তারা এফডিসির সার্বিক বিষয়ে নজরদারি করছেন। আর আমাদের মূল ফটকে সিসি ক্যামেরা বসানো

হয়েছে। নানা কারণে সামনে বিএফডিসির নজরদারি আরো বাড়ানো হচ্ছে। এদিকে জানা যায়, প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের মধ্য থেকে তিনজনকে এরইমধ্যে বদলি করা হয়েছে। এরা হলেন- রশিদ হাওলাদার, নুরুল হক ও নাজির হোসেন। বিএফডিসির ভাবমূর্তির প্রশ্নে এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়।

এরইমধ্যে নোটিশ দিয়ে সবাইকে জানিয়ে দেয়া হয়েছে যে, সন্ধ্যার পর শুটিং ছাড়া কেউ যেন এফডিসিতে ঘোরাফিরা না করেন। এফডিসির অভ্যন্তরে চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতির অফিসগুলোকেও চিঠি দিয়ে এ বিষয়টি অবহিত করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর