ডিটেকটিভ বিনোদন ডেস্ক
গেলো এপ্রিলে মুক্তি পেয়েছে বাহুবলি-২ চলচ্চিত্রটি। সিনেমাপ্রেমিদের মধ্যে এই ছবিটি অন্যতম। বিশ্বজুড়ে ব্যবসায় ঝড় তোলার পর এবার সেরা গানের শিরোপা ‘বাহুবলী কনক্লুশন’-এরজিম্মায়।
খোদ গুগলের তরফে জানানো হয়েছে যে চলতি বছরে ভারতীয়দের সবচেয়ে পছন্দের গান ‘সাহোরে বাহুবলী’। গানটি গেয়েছেন দলের মহেন্দি। পরিচালক এস এস রাজা মৌলির এই ছবি শ্যুটিংর শুরুর আগে থেকেই খবরের শিরোনামে৷ কখনও ছবি জুড়ে নানা কৌতুহল, তো কখনও ছবির হিরো প্রভাসের কারিগরি নিয়ে দর্শকের উৎসাহের শেষ নেই।
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
গেলো এপ্রিলে মুক্তি পেয়েছে বাহুবলি-২ চলচ্চিত্রটি। সিনেমাপ্রেমিদের মধ্যে এই ছবিটি অন্যতম। বিশ্বজুড়ে ব্যবসায় ঝড় তোলার পর এবার সেরা গানের শিরোপা ‘বাহুবলী কনক্লুশন’-এরজিম্মায়। খোদ গুগলের তরফে জানানো হয়েছে যে চলতি বছরে ভারতীয়দের সবচেয়ে পছন্দের গান ‘সাহোরে বাহুবলী’। গানটি গেয়েছেন দলের মহেন্দি। পরিচালক এস এস রাজা মৌলির এই ছবি শ্যুটিংর শুরুর আগে থেকেই খবরের শিরোনামে৷ কখনও ছবি জুড়ে নানা কৌতুহল, তো কখনও ছবির হিরো প্রভাসের কারিগরি নিয়ে দর্শকের উৎসাহের শেষ নেই।