গাজীপুরে ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ডাকাতি
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ভাড়া নেওয়ার কথা বলে গাজীপুর সিটি করপোরেশনের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। কোনাবাড়ী ইউনিয়নের পূর্বপাড়া এলাকার আমানউল্লাহ সরকারের ছেলে আরিফ সরকারের ছয়তলা বাড়ির তৃতীয় তলায় গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মোবারক হোসেন জানান। আরিফ সরকারের মা সুফিয়া বলেন, সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে প্রথমে দুজন ব্যক্তি ঘরে ঢোকে। কিছুক্ষণ পর আরও ১৫-১৬ জন লোক পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত-পা বেঁধে ফেলে। পরে সোনা, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে তারা পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর তার ছোট নাতনী তাদের হাত-পায়ের বাঁধন খুলে দেয় বলে জানান তিনি। আরিফ বলেন, ডাকাতরা ১৫ ভরি স্বর্ণের অলংঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও মূলবান জিনিষপত্র লুট করেছে। ঘটনাটি কোনাবাড়ী পুলিশ ক্যাম্প জানানো হলে পুলিশ এসে ঘটনা তদন্ত করে বলে জানান তিনি।