ডিটেকটিভ নিউজ ডেস্ক
বর্তমানে ইহুদিদের উৎপাদিত মুসলিম ধ্বংসকারী মোবাইলের কারণে সমাজে অস্থিরতা ব্যাপক হারে বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুদিনব্যাপী শানে রেসালাত সম্মেলনের শেষ দিনে সভাপতির বক্তব্যে একথা বলেন আহমদ শফী। হেফজতে ইসলাম বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।
আহমদ শফী বলেন, এই ইয়াহুদ (ইহুদি) আমাদেরকে ধ্বংস করার জন্য চাইতেছে মোবাইলিজম সৃষ্টি কইরা। আপনারা আমার মতে একমত নি? এই মোবাইল ফোনের কারণে মানসিক অস্থিরতা, অশান্তি ও সন্তান ও স্বামীকে হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়ে যাচ্ছে।ছেলেমেয়েরা মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে মানসিক অস্থিরতা থেকে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে।
এ সময় তিনি আরো বলেন, পবিত্র কোরান ও রাসুল (সা.)-এর সুন্নাহর অনুসরণ ছাড়া মানবতার কোনো কল্যাণ হবে না। তাকওয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যে ব্যাপকভাবে কোরআন-হাদীছের শিক্ষার প্রসার ঘটাতে হবে। ঘরে ঘরে দ্বীনি শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। ইত্তিবায়ে সুন্নাহ্’র ওপর আমল করে চলতে পারে মতো হক্কানি আলেমদের দাওয়াতের যিম্মাদারি ব্যাপকভাবে আদায় করতে হবে।
আল্লামা আরো শফী বলেন, খোদাভীরু নেতৃত্ব সৃষ্টি হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে। অন্যায়-অবিচার ও অনাচার, ঘুষ ও দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য দূর হয়ে যাবে। সাম্য, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত হবে সমাজের সর্বস্তরে।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা জুনাইদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা ড. আ ফ ম খালেদ হোসেন, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা মুফতি মাহমুদ হাসান, মাওলানা মুহাম্মদ সলিমুল্লাহ, মাওলানা মাহমুদ হাসান ফতেপুরী, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ইয়াকুব ওসমানী, মাওলানা মাহমুদুল হাসান গুনবী প্রমুখ।
সূত্র : সি নিউজ