January 16, 2025, 7:07 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

চাঁদপুরের বাড়িতে ঢুকে তরুণীকে কুপিয়ে জখম

চাঁদপুরের বাড়িতে ঢুকে তরুণীকে কুপিয়ে জখম

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে রাজিয়া আক্তার (২০) নামে এক তরুণীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতের কোন একসময় ওই ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের আখন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকাল ১১টায় বাড়ীর লোকজন রাজিয়াকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে দুপুর সোয়া ১২টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাজিয়া আখন্দ চাঁদপুর গ্রামের দুলাল আখন্দের মেয়ে। ২০ দিন আগে রাজিয়ার সঙ্গে ফরিদগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের চরহোগলা গ্রামের জমির হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন সাজ্জাদের বিবাহ বিচ্ছেদ হয়। স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন খান বলেন, রাজিয়ার পরিবারের লোকজন তার বড় বোন অসুস্থ থাকায় নোয়াখালীতে ছিলেন। রাতে দুর্বৃত্তরা রাজিয়াকে ঘরে একা পেয়ে কুপিয়ে জখম করে চলে যায়। পরে সকালে পরিবারের লোকজন বাড়িতে এসে ঘরে রাজিয়াকে রক্তাক্ত অবস্থা দেখতে পায়। ওই সময় রাজিয়া বলেছেন কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করেছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চকিৎসক মনিরুল আজিম বলেন, রাজিয়ার শরীরের বিভিন্ন স্থানে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর