January 9, 2025, 8:01 am

সংবাদ শিরোনাম
হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত

ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাকড’, আতঙ্কে তারকারা

ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাকড’, আতঙ্কে তারকারা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশির ভাগ সময়ই আমরা বুঁদ হয়ে থাকি। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও ফেসবুক ব্যবহার করে থাকেন। তবে গত একবছরে বেশ কয়েকজন তারকার ফেসবুক অ্যাকাউন্ট পর পর হ্যাক হতে দেখা যায়। গত বছর কয়েক কোটি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয় নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এসব অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে নিয়েছে সাইবার দুর্বৃত্তরা। ফেসবুক কর্তৃপক্ষ সমপ্রতি জানিয়েছে, ফেসবুক থেকে মোট ২ কোটি ৯০ লাখ অ্যাকাউন্টের তথ্য বেহাত হয়েছে। নিত্য-নতুন প্রতারণার ফাঁদ পেতে অনলাইন জগতে আতঙ্ক ছড়াচ্ছে হ্যাকাররা। রেহাই পাচ্ছে না তারকাদের ফেসবুক আইডিও।

গুরুত্বপূর্ণ সব তথ্য হাতিয়ে নিচ্ছে তারা। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ফেসবুক থেকে হ্যাক হওয়া তথ্য খুবই মূল্যবান। ফেসবুক হ্যাক করে তথ্য হাতিয়ে নিতে পারলে তা থেকে অর্থ আয় করে সাইবার দুর্বৃত্তরা। এসব তথ্য তারা ডার্ক ওয়েবে বিক্রি করে দেয়। এ পর্যন্ত দু’বার হ্যাক হয়েছে চিত্রনায়িকা বুবলীর ফেসবুক আইডি। এ ছাড়া অভিনয়শিল্পী ও সঞ্চালক মিথিলা, চিত্রনায়ক আরিফিন শুভ, চিত্রনায়িকা পপি, অপু বিশ্বাস, আইরিন, সংগীতশিল্পী কনকচাঁপা, হাবিব ওয়াহিদ, তাহসান, মিনার রহমান, চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী, নির্মাতা অনিমেষ আইচ প্রমুখ তারকারও ফেসবুক আইডি হ্যাক হয়েছে। চিত্রনায়িকা পপি বলেন, আমি দু’বার ‘ফেসবুক হ্যাক’-এর শিকার হয়েছি। নতুন আইডি খুলছি না। রীতিমতো এ বিষয়টি নিয়ে এখন আতঙ্কে থাকতে হয়। এটা যারা করছে তাদের শাস্তি হওয়া উচিত। সবশেষ চিত্রনায়িকা আইরিন সুলতানার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক করার পর নানান ঝামেলা পোহাতে হয়েছে। হ্যাকাররা, ফেসবুক হ্যাক করার পর আমার ফেসবুকের তালিকায় থাকা বিভিন্ন পরিচিতজনের কাছে বিভিন্ন অঙ্কের টাকা চেয়েছে। এরপর আমি কলাবাগান থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছি। ডায়েরি নম্বর ১১৪১। এ বিষয়ে আইনি সহায়তা চেয়েছি। এ রকম প্রতারক চক্রের আতঙ্কে থাকতে হচ্ছে অনেক তারকাকে। গত বছরে মোট ৩০ জন শোবিজ তারকার ফেসবুক আইডি বিভিন্ন সময়ে হ্যাক করে প্রতারকচক্র। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ফেসবুক আইডি হ্যাক করা অবশ্যই বড় অপরাধ। সেক্ষেত্রে আমাদের কাছে এসে যদি কেউ অভিযোগ করেন, মামলা করেন তাহলে এসব সাইবার দুর্বৃত্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে। এদিকে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ বলেন, অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য টু ফ্যাক্টর অথেনটিকেশনসহ সিকিউরিটি সেটিংসের বিষয়ে সচেতন থাকা উচিত। সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার না করাই উত্তম। পাসওয়ার্ডে ছোট-বড় হাতের অক্ষর, সংখ্যা, সাংকেতিক চিহ্ন ইত্যাদি মিলিয়ে ব্যবহার করা উচিত। এ ছাড়া নিজের ডিভাইস ছাড়া সাইবার ক্যাফে বা অন্য কারো ডিভাইসে লগইন করা উচিত নয়। অন্যের কম্পিউটারে কী-লগারসহ বিভিন্ন ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে তথ্য চুরির ঝুঁকি থাকে। প্রয়োজনে নিরাপত্তার বিষয়গুলো ভালো জানেন এমন কারো সহযোগিতা নেয়া যেতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর